অভিনন্দন অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান এবং অধ্যাপক ড. লায়লা খালেদা আঁখি ম্যামকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির দুইজন অসাধারণ ব্যক্তি, সদা প্রাণবন্ত উপদেষ্টাবৃন্দ এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সম্মানিত অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান এবং অধ্যাপক ড. লায়লা খালেদা আঁখি ম্যামকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন!!
চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি, জামাল নজরুল ইসলাম ভৌতবিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ সেলের সম্মিলিত উদ্যোগে প্রথম চট্টগ্রাম রিসার্চ ফেস্টিভ্যালে “Prestigious Research Project Award” ক্যাটাগরিতে ড. মোহাম্মদ আল ফোরকান স্যার এবং ড. লায়লা খালেদা আঁখি ম্যাম বিজয়ী হয়েছেন। ড. মোহাম্মদ আল ফোরকান স্যার সবচেয়ে বেশি রিসার্চ ফান্ডিং পেয়েছেন” “Development of submergence and salinity stress tolerance rice variety to mitigate adverse effects of climate change on food security of Bangladesh” এবং ড. লায়লা খালেদা আঁখি ম্যাম সবচেয়ে বেশি রিসার্চ ফান্ডিং পেয়েছেন ” Establishment of a greenhouse at University of Chittagong for the development of crops tolerant to climate change induced adverse effects of environmental stresses ” প্রজেক্টে।এমন অসাধারণ দুই গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি গর্ববোধ করছে এবং সংগঠনের সকলের পক্ষ থেকে তাঁদের জন্য অনেক অনেক শুভকামনা।