ZTF,a greenish comet
#Astrofacts:
৫০ হাজার বছর পর পৃথিবীর আকাশে দেখা যাবে সবুজ আভার ধুমকেতু “ZTF”। আগামী ১লা ফেব্রুয়ারিতে এই ধুমকেতুটি পৃথিবীর সবথেকে কাছে অবস্থান করবে এবং পরিস্কার আকাশে এটি খালি চোখেও দেখা যেতে পারে। গত বছর মার্চ মাসে বৃহস্পতি গ্রহের পাশ দিয়ে যাওয়ার পথে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত Zwicky Transient facility প্রথম এই ধুমকেতু লক্ষ্য করে এবং সংস্থাটির নাম অনুসারে ধুমকেতুটির নাম রাখা হয় C/2022 E3 (ZTF)। এই ধুমকেতুটি বরফ ও ধূলিকণা দিয়ে তৈরী এবং এই ধুমকেতু সবুজ আভা বিকিরণ করে। এই ধুমকেতুর ব্যাস অনুমান করা হয়েছে আনুমানিক ১ কি.মি যা ২০২০ এ দেখা দেওয়া ধুমকেতু NEOWISE এর থেকে তুলনামূলক ছোট। কিন্তু এই ZTF তুলনামূলক বেশি নিকটে আসার সম্ভাবনা আছে যার ফলে একে আরো বেশি বড় দেখা যেতে পারে। এ সময় এই ধুমকেতুর দূরত্ব পৃথিবীপৃষ্ঠ থেকে ২.৬ কোটি মাইল হবে বলে ধারণা করা হচ্ছে। ধুমকেতুটিকে যতটা উজ্জ্বল অনুমান করা হচ্ছে তার থেকেও দ্বিগুন উজ্জ্বলতা দেখা যেতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সবুজ আভার এই ধুমকেতু সর্বশেষ দেখা দিয়েছিলো ৫০ হাজার বছর আগের প্রস্তরযুগে যখন পৃথিবী তে নিয়ান্ডারথালদের বসবাস ছিলো। বিজ্ঞানীদের মতে এই ধুমকেতুটি সৌরজগতের বাহিরে চলে যাওয়ারও সম্ভবনা আছে। আগামী ১০ই ফেব্রুয়ারিতে এই ধুমকেতুটি মঙ্গল গ্রহের পাশ দিয়ে পার হবে তখনও এই ধুমকেতুটিকে দেখা যাওয়ার সম্ভাবনা আছে বলে অনুমান করছে বিজ্ঞানীরা।
Reference:
Content Credit:
Written by :
K.M. Shifat Shahrin Shawccho
Assistant Publication and Publicity Secretary, CUSS
Session :2018-19
Department Of Physics,CU.
Poster credit :
Umme Sadia
IT Secretary,CUSS
Session :2018-19
Genetic Engineering and Biotechnology,CU.
Chittagong University Scientific Society