“SUNDARBAN DAY”
#আজকের_এই_দিনটি_বাংলাদেশে_সুন্দরবন_দিবস_হিসেবে_পালিত_হয় । বিশ্বের অন্যতম এ ম্যানগ্রোভ বন বাংলাদেশের গর্ব। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বই চায় সুন্দরবন বেঁচে থাকুক আজীবন। তাই সেই সুন্দরবন কে ভালোবাসার প্রতিজ্ঞা নিয়েই ২০০১ সালের ১৪ই ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
সেই হিসেবে এবার পালিত হচ্ছে ২৩তম সুন্দরবন দিবস।





এটি নানা প্রাকৃতিক দূর্যোগ যেমন: (ঘূর্ণিঝড়,জলোচ্ছ্বাস,বন্যা) থেকে শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলকেই নয়,বরং পুরো বাংলাদেশ কেই আগলে রাখে ভয়াবহ ক্ষতির হাত থেকে।

তাই ভালোবাসা দিবসের আরেকটি পরিপূরক দিন সুন্দরবন দিবস। ভালোবাসা দিবস পূর্ণতা পাক সবার সচেতনতার মাধ্যমে সুন্দরবনকে ভালোবেসে,সুন্দরবন কে রক্ষা করে এবং পাশাপাশি পুরো বাংলাদেশ কে রক্ষা করার মাধ্যমে। তাই আমাদের উচিত প্রতিনিয়ত স্মরণ করা সুন্দরবনের অবদানকে আর ধংসের হাত থেকে রক্ষা করা আমাদের সুন্দরনকে!
” বাঁচুক সুন্দরবন বাঁচুক বাংলাদেশ “




Khurshida Jahan Suma
Publication and Publicity Executive
Department of pharmacy
Session :2018-19
Poster Credit :
NAZIFA IBNAT
Assistant IT Secretary
Department of Biochemistry & Moleculer Biology
Session :2019-20