আজ ১২ এপ্রিল, আন্তর্জাতিক মানব মহাকাশ যাত্রা দিবস।
1️⃣2️⃣ আজ ১২ এপ্রিল, আন্তর্জাতিক মানব মহাকাশ যাত্রা দিবস। ১৯৬১ সালের এই দিনে সোভিয়েত পাইলট ইউরি গ্যাগারিন সর্বপ্রথম মহাকাশ ভ্রমণ করেন। মানব ইতিহাসের এই গুরুত্বপূর্ণ ঘটনাটিকে স্মরণ করে প্রতি বছর পালিত হয় ” আন্তর্জাতিক মানব মহাকাশ যাত্রা দিবস”।
সোভিয়েত স্পেস প্রোগ্রাম মহাকাশ গবেষণার একাধিক মাইলফলক স্পর্শ করার গৌরবে গৌরবান্বিত। ১৯৫৭ সালে তারাই পৃথিবীর সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ “স্পুটনিক-১” মহাকাশে প্রেরণ করেন। সেই বছরে আবার তাদের দ্বারাই “স্পুটনিক-২” এ প্রথম প্রাণী হিসেবে “লাইকা” নামক একটি কুকুর মহাকাশে প্রেরিত হয়েছিল। কিন্তু, লাইকাকে জীবিত অবস্থায় পৃথিবীতে ফেরত আনা সম্ভব হয়নি, কারণ মহাকাশযানটি অতিরিক্ত উত্তপ্ত হয়ে যাওয়ায় সে মহাকাশেই মারা যায়। পরবর্তীতে ১৯৬০ সালে “স্পুটনিক-৫” এ পাঠানো হয় স্ট্রেলকা এবং বেলকা নামক দুইটি কুকুর, যারা একদিন পর অক্ষত অবস্থায় পৃথিবীতে সফলভাবে ফিরে আসে। স্বাভাবিকভাবেই, তাদের পরবর্তী লক্ষ্য হয়ে দাঁড়ায় মহাকাশে একজন মানুষকে পাঠানো।
১৯৬০ সালে পুরো সোভিয়েত ইউনিয়ন জুড়ে বাছাই প্রক্রিয়া শুরু হয়, যাতে নির্বাচিত হন ২০ জন। এই ২০ জন থেকে আবার সেরা ৬ জনকে নির্বাচন করা হয়। এই ৬ জনকে অন্তর্ভুক্ত করা হয় “সোচি ৬” নামক বিশেষ প্রশিক্ষণ দলে। দলটিকে যেতে হয় তীব্র প্রশিক্ষণের মধ্য দিয়ে, যাতে তাদের দৈহিক এবং মানসিক সহ্যশক্তির পরীক্ষা নেওয়া হয়েছিল। এদের থেকেই ইউরি গ্যাগারিনকে নির্বাচন করা হয়েছিল, তিনিই পেয়েছিলেন সর্বপ্রথম মহাকাশচারী হওয়ার সুযোগ। তাঁর উচ্চতা ছিল মাত্র ৫ ফুট ২ ইঞ্চি। তাঁর এই ছোটখাটো গড়নই ছিল জুতসই, কারণ “ভস্টক-১” যানটির ককপিটে জায়গার পরিমাণ ছিল খুবই কম। ১৯৬১ সালের ১২ এপ্রিল ভস্টক-১ এ চেপে গ্যাগারিন পাড়ি দেন মহাকাশের উদ্দেশ্যে, প্রদক্ষিণ করেন পৃথিবীর কক্ষপথ এবং সূচনা করেন নতুন এক অধিকল্পের।
গ্যাগারিনের এই সফলতার দ্বারা অনুপ্রাণিত হয়ে ১৯৬৩ সালের ১৬ জুন মহাকাশে পাড়ি জমান প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেশকোভা। ১৯৬৫ সালে সর্বপ্রথম আলেক্সি লিওনভ মহাকাশযান থেকে বেরিয়ে “স্পেস ওয়াক” করেন। এরপর ১৯৬৯ সালে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন পা রাখেন চাঁদের মাটিতে। এভাবেই নানা মাইলফলকে সজ্জিত মহাশূন্যে মনুষ্যজাতির উপস্থিতি।
২০১১ সালে গ্যাগারিনের মহাকাশ যাত্রার অর্ধশতাব্দী পূর্ণ হলে জাতিসংঘের সাধারণ পরিষদ ১২ এপ্রিলকে ঘোষণা করে “আন্তর্জাতিক মানব মহাকাশ যাত্রা দিবস” হিসেবে।
যদিও এখনো মানুষেরা পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে যেতে পারেনি, আমরা এই আশা রাখতে পারি যে সুদূর ভবিষ্যতে মানুষ পৌঁছে যাবে “in a galaxy far, far away”.
#cuss
#International_Day_Of_Human_Space_Flight
References :
1.https://www.un.org/en/observances/human-spaceflight-day
2.https://www.dw.com/bn/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%82%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC-%E0%A6%87%E0%A6%89%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8/g-43170268
3.https://www.esa.int/About_Us/ESA_history/50_years_of_humans_in_space/Yuri_Gagarin#:~:text=In%20April%201961%2C%20Gagarin%20became,to%20promote%20the%20Soviet%20achievement.
4.https://www.britannica.com/science/space-exploration/Major-milestones
????Content Credit :
✏️ Written by :
Oli Chakma
Assistant Publication and Publicity Secretary
Department of Genetic Engineering and Biotechnology
Session: 2019-20
Poster Credit :
Nishat Sultana Jeny
General Member
Team : Diplodocus
Department Of Statistics
Session : 2020-21