আজ ২৯ শে আগস্ট, পরমাণু পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস
আজ ২৯ শে আগস্ট, পরমাণু পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস, যা এই দিনটিতে পালন করা হয়।
এটি ২০০৯ সালের ২রা ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনে ৬৪/৩৫ রেজুলেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল। এবং পরবর্তীতে ২৯শে আগস্ট কে পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বহু দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সরকারি পর্যায়ের উন্নয়ন ও তার পাশাপাশি সুশীল সমাজের বিস্তৃত আন্দোলন আস্তে আস্তে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করার কারণকে এগিয়ে নিতে অনেকভাবে সাহায্য করে যাচ্ছে।
এই তারিখটি প্রস্তাবিত হয়েছিল কাজাখস্তান দ্বারা। কারণ এটি আধুনিক দিনের কাজাখস্তানে ১৯৯১ সালে প্রাক্তন সোভিয়েত সেমিপালাটিনস্ক টেস্ট সাইট বন্ধ করার এবং ১৯৪৯ সালে সেখানে পরিচালিত প্রথম সোভিয়েত পারমাণবিক পরীক্ষার তারিখ উভয়কেই চিহ্নিত করে।
দিনটির মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। একটি পারমানবিক বোমার মধ্যে অসংখ্য পরিমাণে ক্ষতিকর উপাদান থাকে যেগুলো পরিবেশ এবং জীবের জন্য মারাত্মক হুমকি। কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে পারমাণবিক বোমা পরীক্ষার মাধ্যমে সারা বিশ্ব আজ হুমকির দোরগোড়ায়। এখনও অনেকে পারমাণবিক অস্ত্রকে সমর্থন করে যাচ্ছে আবার অনেকে বিশ্বাস করতে চায় না যে, নিরস্ত্রীকরণের জন্য একটা যৌথ চুক্তি সম্পন্ন করা যায়। সকলের বুঝা উচিত এবং পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। প্রতিটা দেশকে বোঝাতে হবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা মানবজাতিসহ সর্বোপরি ধ্বংসের কারণ হতে পারে।
কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার-টেস্ট-ব্যান ট্রিটি (সিটিবিটি)- যে কোন জায়গায় পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ বলে ঘোষণা করে। চুক্তিটি পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে একটি চমৎকার বৈশ্বিক আদর্শ তৈরি করেছে এবং বজায় রেখেছে। এটি এত শক্তিশালী ছিল যে, ১৯৯৬ সালে স্বাক্ষরের জন্য খোলার পর থেকে প্রায় এক ডজনেরও কম পারমাণবিক পরীক্ষা পরিচালিত হয়েছে।
তাই আমাদের প্রত্যেকের উচিত সবাইকে পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে সচেতন করা, ক্ষতিকর দিকগুলো তুলে ধরা। এভাবে চলতে থাকলে একদিন নিশ্চয়ই পুরো পৃথিবীটাকে পরমাণু পরীক্ষার ভয়ংকর কবল থেকে আমরা বাঁচাতে সক্ষম হব। চলুন সবাই মিলে সুন্দর আগামী পৃথিবীর কামনায় সচেতন হই, অন্যকে সচেতন করি।
???????? এটি জাতিসংঘেরও প্রত্যাশা যে একদিন সমস্ত পারমাণবিক অস্ত্র নির্মূল হবে। ততক্ষণ পর্যন্ত, পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস পালন করা প্রয়োজন। কারণ এটি বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রচারে কাজ করছে।
References :
1.https://www.ctbto.org/…/international-day-against…
2.https://globaldimension.org.uk/…/international-day…/
3.https://www.internationaldays.org/…/international-day…
4.https://www.ungeneva.org/…/commemoration-event…
Content Credit :
Written by :
Raisul Islam Palash
General Member, CUSS
Team: Phoenix
Institute of Marine Sciences
Session: 2021-22
Poster Credit :
Jannatul Ferdows Noor
General Member, CUSS
Team : Ancient Heros
Institute of Forestry and Environmental Sciences
Session : 2021-22