আজ_২৩_মার্চ_বিশ্ব_আবহাওয়া_দিবস_বা_World_Meteorological_Day
#আজ_২৩_মার্চ_বিশ্ব_আবহাওয়া_দিবস_বা_World_Meteorological_Day.
প্রতিবছর বিভিন্ন থিম নিয়ে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়। ২০২৩ সালের জন্য থিম টি হলো ‘ The Future of Weather, Climate and Water across Generations’ বা ‘প্রজন্ম জুড়ে আবহাওয়া, জলবায়ু এবং পানির ভবিষ্যৎ ‘..।
এই দিবসটির এক আলাদা তাৎপর্য রয়েছে।মনুষ্য স্বভাবের সঙ্গে পৃথিবীর বায়ুমন্ডলের যে সূক্ষ্ম যোগাযোগ রয়েছে এবং তা কীভাবে একে-অপরের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত, সেটাই এইদিনে তুলে ধরা হয়।
১৯৫০ সালের ২৩ মার্চ প্রতিষ্ঠিত হয় বিশ্ব আবহাওয়া সংস্থা বা World Meteorological Organization (WMO) । ১৮৭৩ সালে, আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা থেকে এর উৎপত্তি হয়। WMO এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। সংস্থাটির মহাসচিব হলেন পেটারি তালাস (ফিনল্যান্ড) এবং রাষ্ট্রপতি গেরহার্ড অ্যাড্রিয়ান (জার্মানি)। এটি জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন যা বায়ুমন্ডলীয় বিজ্ঞান, জলবায়ুবিদ্যা, জলবিদ্যা এবং ভূপদার্থবিদ্যার উপর আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের জন্য কাজ করে।
✨ ১৯৫১ সাল থেকে প্রতিবছর নতুন নতুন থিমের উপর ভিত্তি করে এই সংস্থার আওতাধীন বিশ্বের ১৯৩ টি সদস্য দেশ ও অন্য স্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ এই দিনে বিশ্ব আবহাওয়া দিবস পালন করে থাকে। এই দিন টির মূল উদ্দেশ্য হলো পৃথিবীর পরিবেশ ও আবহাওয়া কে সুন্দর ও দূষণ মুক্ত রাখতে সমস্ত দেশ যাতে সচেতন ভূমিকা পালন করে তা নিশ্চিত করা। বস্তুত মানবসৃষ্ট বিভিন্ন কর্মকান্ডের জন্য পৃথিবীতে অতিরিক্ত তাপ উৎপন্ন হচ্ছে। যার ফল গ্লোবাল ওয়ার্মিং। এর প্রভাবে আবহাওয়ার ক্ষেত্রে বিপুল নেতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ যেমন বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস , সমূদ্রের উপরিতলের উচ্চতা বৃদ্ধির মতো চরম বিপর্যয়ের মুখে পড়ছে মানুষ। এই উষ্ণায়ন প্রশমন করার ক্ষেত্রে সকল দেশের সচেতনতা আবশ্যক। জাতিসংঘ ২০২১-২০৩০ পর্যন্ত সময়কাল কে সমুদ্র দশক হিসেবে ঘোষণা করেছে। ফসল উৎপাদন, মৎস্য চাষ অন্যান্য আর্থসামাজিক কর্মকান্ড আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে সরাসরি জড়িত। সমুদ্র উপকূলীয় দেশগুলোতেই আবহাওয়ার নেতিবাচক প্রভাব বেশি পড়ে বলেই বর্তমানে আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস প্রদানে সমুদ্রের প্রভাবের বিষয়টি বেশি গুরুত্ব দেওয়া হয়।
পৃথিবীতে প্রতিনিয়ত গ্লোবাল ওয়ার্মিং বেড়েই চলেছে এবং সেই সাথে দূষণও বৃদ্ধি পাচ্ছে। জলবায়ুগত পরিবর্তনের কারণে সৃষ্ট উচ্চ প্রভাবশালী আবহাওয়ার ঘটনাসমূহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এসব সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই প্রতিবছর ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়।
#cuss
#WorldMeteorologicalDay
References :
1.https://bengali.abplive.com/photo-gallery/news/world-world-meteorological-day-2021-theme-history-and-significance-of-meteorological-day-806899/amp#amp_tf=From%20%251%24s&aoh=16794188067381&referrer=https%3A%2F%2Fwww.google.com
2.https://zeenews.india.com/bengali/photos/world-meteorological-day-2022-combat-with-global-warming-425306
3.https://sdg.iisd.org/events/world-meteorological-day-2023/
4.https://www.studentscaring.com/world-meteorological-day-2018/
????Content Credit :
✏️Written By :
Sanjana Tabassum Nova
Department Of Physics
Session :2019-20
Poster Credit :
Fahrial Imrose
Institute of Forestry and Environmental Sciences
Session : 2018-2019