আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইরি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইরি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১, অনলাইনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। বিভিন্ন পদে, ন্যায্য টাকা বেতনে, বাংলাদেশে “আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইরি)” চাকরি দেবে। শুধু মাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিক আবেদন করতে পারবে। “International Rice Research Institute (IRRI)” Job Circular এ আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে। প্রতিটি প্রার্থীকে অবশ্যই ফর্মটি পূরণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। আপনি যদি IRRI নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে চান তাহলে, সকল শর্তাবলি মেনে আবেদন করতে হবে।
প্রেক্ষাপটঃ
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণসহ ধান বিজ্ঞানের মাধ্যমে দারিদ্র্য ও ক্ষুধা নিরসনে নিবেদিত বিশ্বের শীর্ষ গবেষণা সংস্থা; যার উদ্দেশ্যে ধান চাষি ও গ্রাহকদের উন্নত স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা; এবং ভবিষ্যত প্রজন্মের জন্য ধানের উত্থিত পরিবেশ রক্ষা করা।
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইরি) অভ্যন্তরীণ অংশীদারদের সাথে কাজ করে উন্নত ধানের জাতগুলি বিকাশ করে, যা (ধান) আরও বেশি শস্য দেয় এবং কীটপতঙ্গ ও রোগের পাশাপাশি বন্যা, খরা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাবগুলি সহ্য করে। তাছাড়া সংস্থাটি ধান এর জাত, উন্নয়ন, নতুন ধান উৎপাদন, এলাকা অনুযায়ী ধান এর জাত তৈরি ইত্যাদি গবেষণা কাজে নিয়োজিত।বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিউট এর সদর দফতর গাজীপুরে অবস্থিত।
চাকরির উদ্দেশ্যঃ
এই পদটি/পজিশনটি ইরি-পিপিপি প্লাটফর্মের মেম্বারদের জন্য একটি মৌলিক পর্যায়ের রাইস গ্রেইন (ধানের শস্যের) কোয়ালিটি নিরিক্ষণের গবেষণাগার প্রতিষ্ঠা করবে। এই পদটি/পজিশনটি সব শস্যদানার কোয়ালিটি প্যারামিটার নির্ধারণ ও নির্ণয়ে এবং সহযোগী প্রতিষ্ঠানসমূহের ক্যাপাসিটি বর্ধণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, নিশ্চিত করবে যেনো এই প্রজেক্ট হতে প্রাপ্ত সকল তথ্যাদি এই সম্পর্কিত বিজ্ঞানী ও সুপারভাইজরদের কাছে পৌঁছায়।
পদপ্রার্থীর ভূমিকা ও দায়িত্বঃ
- বেসিক গ্রেইন কোয়ালিটি ল্যাব প্রতিষ্ঠা এবং সেই ল্যাবে সকল গ্রেইন কোয়ালিটি এ্যানালাইসিস (বিশ্লেষণ) করা।
- একটি বেসিক গ্রেইন কোয়ালিটি ল্যাবের প্রয়োজনীয় মেশিন এবং যন্ত্রপাতি কেনায় অবদান রাখা।
- সহযোগী অংশীদারদের সাথে তাদের শর্ত/রিকুয়ারমেন্টস এর বিষয়ে কো-অর্ডিনেট করা।
- সুপারিশকৃত মেথডোলজিস এবং এস্টাবলিশড প্যারামিটার গুলো যাচাই করা।
- পর্যাপ্ত পরিমাণ রিসার্চ টুল এবং যন্ত্রপাতি নির্বাচন করা এবং কাজে লাগানো।
- গবেষক, টেকনিশিয়ান এবং কর্মীদের কাজ/দায়িত্ব ভাগ করা এবং সেগুলোর তদারকি করা।
আবেদনকারীর যোগ্যতাঃ
- কৃষি/প্রাণরসায়নে স্নাতক বা শস্যের মানের সাথে সম্পর্কিত ডিগ্রিসহ ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
- শস্য গুণমান, পুষ্টি, প্রাণরসায়ন বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং শস্য মানের বিশ্লেষণে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
- শস্য গুণমান, পুষ্টি, প্রাণরসায়ন বা সম্পর্কিত বিষয়ে পিএইচডি ডিগ্রিকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনকারীর আবশ্যকীয় দক্ষতাঃ
- গবেষণা পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা আছে।
- মৌখিক এবং লিখিত যোগাযোগে উচ্চ দক্ষতা রয়েছে।
- গবেষণা পরিচালনার অভিজ্ঞতা আছে।
- উপস্থাপনা দক্ষতা আছে।
- কম্পিউটারের দক্ষতা রয়েছে।
- কর্মীদের তদারকি বা সুপারভাইজিং অভিজ্ঞতা রয়েছে।
চাকরির কর্মস্থল: ঢাকা/গাজীপুর (ব্রি) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
পদ সংখ্যাঃ ০২ জন
বেতন স্কেলঃ ৫৪৮৮৩ থেকে ১০১১৬৭/টাকা(মাসিক)
আবেদনের মাধ্যমঃ ডাকযোগের মাধ্যমে
আবেদনের শেষ সময়ঃ ২৭ জুলাই ২০২১ ইং
অন্যান্য সুবিধা:
আবাসন ভাতা: মাসিক বেস বেতনের 30%,
পরিবহন ভাতা: 12,000/- টাকা, উৎসব বোনাস: প্রতিবছর 2 বার, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ),
মাতৃত্বকালীন ভাতা: মহিলা কর্মীদের 9 মাসের জন্য প্রতি মাসে 1000/- টাকা(কর্মক্ষেত্রে ফিরে আসার জন্য শিশু প্রসবের পরে), মেডিকেল বীমা
কভারেজ: সর্বাধিক 16,000/- মার্কিন ডলার এবং অন্যান্য স্বীকৃত সুবিধাসমূহ।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা নিম্নোক্ত লিংকের মাধ্যমে তাদের আবেদন জমা দিতে পারবেন।
আবেদন লিংকঃ https://www.irri.org/jobs
ইরি সর্বদা সমান সুযোগ প্রদানকারী সংস্থা, যা বৈচিত্র্যকে মূল্য দেয়। মহিলা ও সংখ্যালঘুদের আবেদনের জন্য উৎসাহিত করা হলো।
যোগাযোগের ঠিকানাঃ
Company Information: International Rice Research Institute (IRRI) Bangladesh Office, House-103, Road-1, Block-F, Banani, Dhaka-1213, Bangladesh.
Web : www.irri.org
Source Link:
https://hotjobs.bdjobs.com/jobs/irri/irri83a.htm
Written by:
Md. Istiaque Masud
Department of Physics
University of Chittagong
Poster Credit:
Urmi Talukder
Department of Statistics
University of Chittagong
2 Comments
Hello
Hello