আন্তর্জাতিক নেকড়ে দিবস
নেকড়ে~ নাম শুনলেই আমাদের চোখের সামনে বিভিন্ন সিনেমায় দেখা একটি হিংস্র প্রাণীর ছবি ভেসে ওঠে। নেকড়ে নিয়ে প্রচলিত ভিত্তিহীন কথা এবং পরিবেশগত ভারসাম্য বজায়ে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির জন্য 1️⃣3️⃣ আগষ্ট আন্তর্জাতিক নেকড়ে দিবস পালন করা হয়।
নেকড়ে নিয়ে কিছু তথ্য:
নেকড়ে আমাদের গৃহপালিত কুকুরেরই পূর্বপুরুষ এবং একই পরিবার Caridae এর অন্তর্ভুক্ত। তবে জৈবিক বৈশিষ্ট্য ভাগ করা সত্ত্বেও কুকুর এবং নেকড়ে একে অপর থেকে আলাদা।
এমনকি নেকড়ের নিজস্ব জনগোষ্ঠীর মধ্যেও বিস্তর পার্থক্য রয়েছে। যেমন – ইথিওপিয়ান নেকড়েরা মরুভূমির বাসিন্দা এবং এদের ওজন প্রায় ২৫ পাউন্ড যেখানে উত্তর গোলার্ধে বসবাস করা উত্তর ধূসর নেকড়ের ওজন ১৩৬ পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে।
ধূসর নেকড়ে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ নেকড়ে প্রজাতি এবং এদের বেশিরভাগের মার্কিন যুক্তরাষ্ট্র,কানাডা, ইউরোপ ও এশিয়ার কিছু অংশে দেখা যায়।
নেকড়েদের ভিলেন হওয়ার কুখ্যাতি রয়েছে যে তারা মানুষ ও শিশুদের হত্যা করতে পছন্দ করে কিন্তু সংরক্ষণবাদীদের ধারণা নেকড়ে এবং মানুষ একত্রে বসবাস করতে না পারার কোনো কারণ নেই। বাস্তবে নেকড়ে লাজুক, বুদ্ধিমান ও সামাজিক প্রাণী যারা নানা প্রতিকূলতা মোকাবিলা করে টিকে আছে।
নেকড়েরা দল বেঁধে বাস করে। এদের দলকে ইংরেজিতে বলে প্যাক। একটি দলে সাত থেকে আটটি নেকড়ের পরিবার থাকে। যেখানে মা-বাবা এবং সন্তান থাকে। এরা শিকার, সন্তান লালন এবং নিজেদের অঞ্চল রক্ষা করতে একসঙ্গে কাজ করে।
নেকড়েরা চাঁদের দিকে তাকিয়ে গর্জন করে বলে এমন কথিত আছে কিন্তু বিজ্ঞানীরা বলেছেন,এটি সঠিক নয় বরং তারা মুখ উঁচু করে এভাবে ডাক দেয় কারণ এতে শব্দ অনেক দূর অব্দি পৌঁছায়। এর পিছনে ধারণাকৃত কারণের মধ্যে রয়েছে- সঙ্গীর মনোযোগ আকর্ষণ, নিজের দলকে একত্রিত করা,নিজের এলাকা ঘোষণা, শত্রুকে ঘাবড়ে দেওয়া,সতর্ক সংকেত দেওয়া বা নিজের অবস্থান সম্পর্কে জানানো
এ ছাড়া যোগাযোগের জন্য নিজেদের শরীরে উৎপাদিত ঘ্রাণ ব্যবহার করে। একটি নেকড়ের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে ১০০ গুণ বেশি শক্তিশালী।
কেন নেকড়ে সংরক্ষণ প্রয়োজনীয় :
নেকড়ে ছাড়া বিভিন্ন আনগুলেট (Ungulates- খুরযুক্ত স্তন্যপায়ী প্রাণী) প্রাণী যারা তাদের খাদ্যের প্রধান উৎস তাদের সংখ্যাধিক্য দেখা যায়। এসব প্রাণী স্থানীয় গাছপালা ধ্বংস করে। ফলে গাছ,গুল্ম ও অন্যান্য উদ্ভিদের উপর নির্ভরশীল বাস্তুতন্ত্রের অন্য প্রাণীদের জীবনযাত্রা প্রভাবিত হয় এবং পরিশেষে গাছপালার অভাব তাদের মৃত্যুর দিকে পরিচালিত করে।
কিন্তু বিভিত্ত ভ্রান্ত ধারণার কারণে আজ নেকড়ের অস্বস্তি হুমকির মুখে।
নেকড়ে সংরক্ষণ :
1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বিপন্ন প্রজাতির জন্য আইন প্রণয়নের মাধ্যমে নেকড়ে জনসংখ্যা পুনরুদ্ধার করতে সাহায্য করেছিল। 1995 সালে, কানাডা এবং মন্টানার বন্যপ্রাণী থেকে 41 টি নেকড়ে যুক্তরাষ্ট্রের প্রাচীনতম জাতীয় উদ্যান ইয়েলোস্টোনে মুক্তি পায়।
2021 সালের মধ্যে, তাদের সংখ্যা 95-এ বেড়েছে, আট প্যাকের মধ্যে বাস করছে। এখন, গ্রেটার ইয়েলোস্টোন ইকোসিস্টেমে আনুমানিক 500 নেকড়ে রয়েছে।
এভাবেই জীববৈচিত্র্য রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেকড়ের বিলুপ্তি রোধে বিভিন্ন বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ ও স্থানীয় সংরক্ষণ কমিউনিটির একত্রে কার করে যাওয়া উচিত।
Reference
1)https://www.nathab.com/…/3-ways-to-celebrate…/
2)https://www.newsbangla24.com/…/A-wolfs-sense-of-smell…
3)https://utsav.gov.in/view-event/international-wolf-day
Content Credit :
Written By :
Shahana Haq Shikhi
General Member, CUSS
Team: Up to Atom
Institute of Marine Science
Session: 2021-22
Poster Credit :
Jannatul Maoua Saima
Genral Member, CUSS
Team : Phoenix
Department Of Computer Science and Engineering
Session : 2019-20
Tag:cuss