আন্তর্জাতিক বিজ্ঞান দিবস
1️⃣0️⃣ আজ শুক্রবার, ১০ই নভেম্বর,২০২৩; আন্তর্জাতিক বিজ্ঞান দিবস।
বিজ্ঞানের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং সমাজে বিজ্ঞানের তাৎপর্যপূর্ণ ভূমিকা তুলে ধরার জন্য আন্তর্জাতিক বিজ্ঞান দিবস পালিত হয়।
আন্তর্জাতিক বিজ্ঞান দিবস: ইতিহাস
এই দিনটির উদযাপনের সূত্র জড়িয়ে রয়েছে ১৯৯৯ সালে। সেই বছরে বুদাপেস্ট শহরে বিজ্ঞানের যে বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেখান থেকেই এই দিনটির উৎপত্তি।
পরবর্তীতে 2001 সালে শান্তি ও উন্নয়নের জন্য UNESCO বিশ্ব বিজ্ঞান দিবসের ঘোষণা করেছিল । তবে 2002 সালে প্রথম এই দিবস পালিত হয়। বিভিন্ন দেশের সরকার, বেসরকারি সংস্থা, ইউনেস্কো জাতীয় কমিশন, বৈজ্ঞানিক ও গবেষণা প্রতিষ্ঠান, পেশাদার সমিতি, মিডিয়া এই দিনটি মহাসমারোহে পালন করে। তার জন্য একাধিক তহবিল নিয়েও হাজির হয়েছে UNESCO, যা সাধারণ মানুষের জীবনে বিজ্ঞানকে আরও অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ফেলতে সাহায্য করবে।
মানবসভ্যতা উন্নয়নে বিজ্ঞানের ভূমিকা :
মানুষ যা কিছুর জন্য এই পৃথিবীর অন্য প্রাণীদের থেকে এগিয়ে গিয়েছে, স্থাপন করেছে সমাজ, কালক্রমে লাভ করেছে শ্রেষ্ঠত্বের শিরোপা- সেই সব কিছুই বিজ্ঞানের অবদান।
হাজার হাজার বছর ধরে, বিজ্ঞান ও প্রযুক্তি মানবতার ভবিষ্যৎ গঠনে বিশাল ভূমিকা পালন করেছে। বিজ্ঞানের অগ্রগতি মানবসভ্যতাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় লড়াইয়ে সাহায্য করবে; জলবায়ু পরিবর্তন।
বিশ্বব্যাপী বেড়ে চলা দাবানল, খরা, সাইক্লোন, বন্যা ও একাধিক মহামারী জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে ত্বরান্বিত করছে। তার উপরে আবার যোগ হয়েছে জলবায়ুকে মানুষের অবহেলা করার বিষয়টি। আর এমনই এক সংকটজনক পরিস্থিতিতে বিজ্ঞানই এমন দিক যা আমাদের জীবনে আশার আলো দেখাতে পারে! সম্প্রতি Covid-19 মোকাবিলায় বড় ভূমিকা নিয়েছিল বিজ্ঞান। বিজ্ঞানের ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির , সমাজে বিজ্ঞানের তাৎপর্যপূর্ণ ভূমিকা তুলে ধরাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য।
দিবসটির উদ্দেশ্য হল :
বৈজ্ঞানিক উন্নয়ন সম্পর্কে অবগত রেখে সমাজের সকল অংশের মানুষের কাছাকাছি নিয়ে আসা।
বিভিন্ন বৈজ্ঞানিক প্রচেষ্টায় সমর্থন বাড়াতে যে সকল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় সেদিকে আলোকপাত করা।
শান্তিপূর্ণ ও দৃড় সমাজ গঠনের জন্য বিজ্ঞানের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা জোরদার করা।
বিজ্ঞান একই সঙ্গে পালন করে আশীর্বাদ এবং অভিশাপের যুগ্ম ভূমিকা। পরমাণু বোমা, যা বিশ্ব ধ্বংস করে দিতে পারে নিমেষে, সেও তো বিজ্ঞানেরই অবদান। কিন্তু এই সব নেতিবাচক দিক দূরে সরিয়ে রেখে প্রাত্যহিক জীবনে কী ভাবে বিজ্ঞানের আশীর্বাদটুকুই শুধু গ্রহণ করা যায়, তার প্রসারই হল এই দিনটি উদযাপনের লক্ষ্য। একই সঙ্গে এই দিন কুসংস্কার দূরে সরিয়ে রেখে বিজ্ঞানমনস্কতার প্রসারেও নানা কর্মসূচী গ্রহণ করে।
চলতি বছরে আন্তর্জাতিক বিজ্ঞান দিবসের থিম:
এই বছর, শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস 22 তম সংস্করণ। একেকটি বছরে এই দিন বিশ্বের তৎকালীন ভূমিকায় প্রাসঙ্গিক দিকগুলি নিয়ে কাজ করে চলে।
১০ই নভেম্বর ২০২৩ -এ শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবসের থিম হল :
“Building Trust in Science”
এটি বিশ্বের চ্যালেঞ্জগুলির জন্য প্রমাণ-ভিত্তিক সমাধানগুলির বিকাশ এবং প্রয়োগের ক্ষেত্রে আস্থা স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেয়। থিমটি বিজ্ঞানে বিশ্বাসের জটিল প্রকৃতিকে স্বীকৃতি দেয়, যা বৈজ্ঞানিক ক্রিয়াকলাপ এবং সামাজিক উপলব্ধি উভয়কেই প্রভাবিত করে। এটি জোর দেয় যে বিজ্ঞানের প্রতি আস্থা বাড়ানো বিজ্ঞান-ভিত্তিক নীতিগত সিদ্ধান্তগুলিকে শক্তিশালী করে এবং তাদের প্রয়োগের জন্য সমাজের সমর্থন অর্জন করে।
বিজ্ঞান মানব সভ্যতাকে অনেকদূর এগিয়ে নিয়ে এসেছে। একবিংশ শতাব্দীতে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার মানুষের জীবনাচরণকে আরও সহজ ও আরামদায়ক করে তুলছে। বিজ্ঞানের উন্নতির ফলে সামরিক ও অর্থনৈতিক সামর্থ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই বিজ্ঞানকে এখন থেকে শান্তি ও উন্নতির পথে সচেতন ভাবে পরিচালিত করা প্রয়োজন। তাই বিজ্ঞানকে শান্তি ও উন্নতিতে ব্যবহারের বার্তা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য সবাইকে সোচ্চার হতে হবে।
References :
1)https://www.un.org/en/observances/world-science-day
2)https://www.daysoftheyear.com/days/world-science-day-for-peace-and-development/
3)https://eisamay.com/tech/news/world-science-day-2021-history-and-all-the-details-you-need-to-know/articleshow/87622883.চমস
Content Credit :
✏️ Written By :
Shahana Haque Shikhi
General Member, CUSS
Team: Up to Atom
Institute of Marine Sciences
Session: 2021-22
Poster Credit :
Fahmida Binte Mohsin
General Member,CUSS
Team : Ancient Heros
Institute of Forestry and Environmental Sciences
Session : 2021-22