আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য অত্যন্ত গৌরবোজ্জ্বল দিন। ভাষার জন্য রক্তদানের ইতিহাস বাঙালির চির সাহসিকতা আর দেশপ্রেমের অসাধারণ দৃষ্টান্ত। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আরোপিত ১৪৪ ধারা জারি ভঙ্গ করে বাংলা কে পূর্ব পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনে নেমে পড়েন বাংলার বীর সন্তানেরা। এক পর্যায়ে তৎকালীন পাকিস্তান পুলিশের আক্রমণে শহিদ হন সালাম, রফিক, জব্বার, বরকতসহ বাংলার অসংখ্য সূর্য সন্তান।
২১ শে ফেব্রুয়ারি, ২০২২।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লাখো শহীদের আত্মদানের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি কর্তৃক পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা ড. লায়লা খালেদা। এছাড়াও ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির সভাপতি হুসাইন মুহাম্মদ বায়েজিদ ,সাধারণ সম্পাদক হুমায়রা ফেরদৌসী এবং এক্সিকিউটিভ মেম্বাররা। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির ফ্যাকাল্টি মডারেটর, ডিপার্টমেন্ট রিপ্রেজেনটেটিভসহ আরো অনেকে।
পরিশেষে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে দেশের কল্যানে কাজ করার জন্য আহবান জানানো হয়।