আমাজন রেইন ফরেস্ট
আমাজন
আমাজন রেইন ফরেস্ট আমাজন জঙ্গল নামেও পরিচিত যা দক্ষিণ আমেরিকার আমাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল আকারের এক বনভূমি।প্রায় ৭০ লক্ষ বর্গকিলোমিটার এই ফরেস্টে ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। মোট ৯ টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত। ৬০%রয়েছে ব্রাজিল,কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা। পৃথিবী জুড়ে যে রেইনফরেস্ট তার অর্ধেক জুড়ে সে অরণ্য নিজেই। সেখানে গ্রীষ্ম, শীত, পড়ন্ত এবং বসন্তের মতো পর্যায়ক্রমিক মরসুম নেই।
রেইন ফরেস্ট তারা সারা বছর ধরে 26-30 ° C উচ্চ তাপমাত্রা অনুভব করে। মুলত নিরক্ষীয় অঞ্চলের কাল্পনিক রেখাটি সারা বছর ধরে 12 ঘন্টা রোদ সহ দিনের দৈর্ঘ্যকে প্রভাবিত করে এমন কারণে ঘটে। তাই অবিচ্ছিন্নভাবে সূর্যের আলো সরবরাহ করা হচ্ছে যা সালোক সংশ্লেষণের মূল উপাদান এবং সারা বছর ধরে রেইন ফরেস্টকে আলোকিত করে। তবে অবিচ্ছিন্ন আর্দ্রতা স্তরের কারণে বন বেশিরভাগ আর্দ্র।
অ্যামাজন রেইনফরেস্টের বাস্তুতন্ত্র :
অ্যামাজন রেইনফরেস্ট বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র লক্ষ্য করা গেছে। বাস্তুতন্ত্রটি অ্যামাজন নদী দ্বারা প্রাভাবিত হয়, যা হাজার কিলোমিটার পর্যন্ত প্রসারিত এবং বাস্তুতন্ত্রের মূল ভিত্তি। সেখানে গড় তাপমাত্রা 26 ডিগ্রি এবং আর্দ্রতা এবং বৃষ্টিপাত যথেষ্ট বাস্তুতন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলে।
এই উষ্ণ এবং আর্দ্র জলবায়ু বিভিন্ন ধরণের উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্বকে প্রভাবিত করেছে, বনগুলি বহু বিপন্ন প্রজাতি সহ বনজ উদ্ভিদ এবং প্রাণিকুলের সর্বাধিক সংখ্যক প্রজাতি তৈরি করেছে।তাছাড়া এটি কেবল বন্য প্রাণীই নয়, বনের মধ্যে বসবাসকারী আদিবাসীদের জন্যও রয়েছে আবাসস্থল। সেখানে বাস্তুতন্ত্র এত বড় যে এটি সমস্ত গ্রহের বায়ুমণ্ডলের কার্বন উপাদান নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।তবে শুনলে অবাক হবেন যে
এই সমস্ত বাস্তুতন্ত্র এবং পরিবেশগত পরিস্থিতি বন্যা প্রতিরোধ করে থাকে ।
আমাজন’ নামটি ফ্রান্সিসকো ডি ওরেলানা তাপুয়া এবং অন্যান্য উপজাতিদের সাথে লড়াই করা একদল যোদ্ধা নারী আমাজন-এর নাম থেকে উদ্ভূত বলে বলা হয় । সেইসব নারী যোদ্ধারা ছিল পুরুষদের চাইতেও অত্যাধিক শক্তিশালী এবং দক্ষ । হেরোডোটাস এবং ডিওডোরাস দ্বারা বর্ণিত গ্রীক পুরাণের ‘আমাজন’ থেকে ওরেলানা ‘অ্যামাজনাস’ নামটি গ্রহণ করেছেন ।
আমাজন জঙ্গলে এমন অনেক বিরল প্রজাতির প্রাণী রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না। আমাজনে ৮৫ লাখ প্রজাতির পোকামাকড়, ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরীসৃপ এবং ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। তবে এত সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণীই আমাজনে বসবাস করে। আমাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ংকর সাপ অ্যানাকোন্ডা। এছাড়া রয়েছে লাল চোখা ব্যাঙ, বিভিন্ন প্রজাতির পোকামাকড়, জাগুয়ার, বানর, বৈদ্যুতিক ইল, পিরানহা, বিষাক্ত ডার্ট ফ্রগসহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী।তাছাড়া আমাজনে প্রায় ৩৯০ বিলিয়ন বৃক্ষ রয়েছে যা প্রায় ১৬ হাজার প্রজাতিতে বিভক্ত। হরেক রকমের গাছপালা দিয়ে ঢাকা এ বনে বেশির ভাগই চিরহরিৎ বৃক্ষ। যার কারণে এ বনকে চিরহরিৎ বনও বলা হয়।
অনেকেই ভাবতে পারেন যে এই বনে অনেক বৃষ্টিপাত হয় তাই তাকে রেইনফরেস্ট বলা হয় কিন্তু আসলে তেমনটি নয়। এখানকার অত্যধিক আর্দ্রতা, বৃষ্টিপাত (বর্ষা মৌসুমে) এবং গরম আবহাওয়ার কারণে। প্রচণ্ড গরমের কারণে বাষ্পীভবনের হার অনেক বেশি যার কারণে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী উপলব্ধি করেছেন যে এই অরণ্য আগামী ৫০ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। যার প্রধান কারণ হবে অপরিকল্পিত বন নিধন। পেনিসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জেম্স্ এল্কক বিবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রদান করেন। তার মতে জটিল প্রতিক্রিয়া নামক পরিবেশ সম্পর্কিত প্রক্রিয়ায় এমনটা ঘটতে পারে।
পৃথিবীর ২০% অক্সিজেন আসে আমাজন থেকে। এর জন্যে একে পৃথিবীর ফুসফুস বলা হয়।তাছাড়া আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি। এই বনের নদী বা আমাজন নদী বেশির ভাগ নদীর উৎস। এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে। এছাড়াও আমাজনে ৪৫ লাখ প্রজাতির পোকামাকড়, ৪২৮ প্রজাতির উভচর, ৩৭৮ প্রজাতির সরিসৃপ এবং ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। পাশাপাশি আমাজন নদীতে ৩০০০ প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে।
এই বনে ৩০০ এর বেশি আদিবাসী বাস করে। মোট আদিবাসী নৃগোষ্ঠীর সংখ্যা ১০লাখেরও বেশি। তারা বেশির ভাগ ব্রাজিলীয়। এছাড়া তারা পর্তুগীজ, স্প্যানিস ইত্যাদি ভাষায় কথা বলে। এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে। এদের মধ্যে কিছু যাযাবর। এদের বহিঃবিশ্বের সাথে তেমন যোগাযোগ নেই।
References :
1.https://www.renovablesverdes.com/bn/selva-amazonica/
2.https://bn.quora.com/amajana-bana-ke-prthibira-phusaphusa…
3.https://bangla-bdnews24-com.cdn.ampproject.org/…/kidz…
4.https://suktaratv.com/amazon-rainforest/
Content Credit :
Written By:
Umma Habiba Eshita
General Member,CUSS
Team : Ancient heroes
Department Of Zoology
Session : 2019-20
Poster Credit :
Mehedi Hasan
General Member, CUSS
Team : Up to Atom
Institute of Marine Sciences
Session : 2019-20