আমাদের মিডিয়া পার্টনার …


আসছে ৯ই জুন!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সায়েন্স কার্নিভাল। গত ৩০ মে, ২০২২ চট্টগ্রাম সায়েন্স কার্নিভালের রেজিস্ট্রেশন পর্ব শেষ হয়েছে। আগামী ৯ই জুন সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রফেশনালদের অংশগ্রহণে মুখরিত থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ। অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি কর্তৃক আয়োজিত এই কার্নিভালে মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, দৈনিক আজাদী ও সমকাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া পার্টনারদের সাথে সংশ্লিষ্ট সকলকে। আসন্ন চট্টগ্রাম সায়েন্স কার্নিভালের শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটিকে সার্বিকভাবে সহযোগিতা করবেন সুপরিচিত এই তিনটি গণমাধ্যম।