ঈদুল আজহা মোবারক
” অতঃপর যখন সে তাঁর চলাফেরা করার বয়সে পৌঁছালো, তখন সে (ইবরাহিম আঃ) বলল ‘ হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে যবেহ করছি, অতএব দেখ তোমার কি অভিমত। সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশা আল্লাহ ”
সূরা – আস-সাফফাত
আয়াত-১০২
এই সেই মহিমান্বিত দিন। জিলহজ্জ মাসের দশম দিন যেদিন ইবরাহিম আঃ এর মাধ্যমে এই মহান ত্যাগের দিন আল্লাহ তায়ালা আমাদের উপহার দিয়েছিলেন ইব্রাহিম আঃ এর প্রিয় পূত্র হযরত ইসমাইল আঃ এর কোরবানির আদেশের মাধ্যমে। প্রতি বছর বিশ্ব মুসলিস সম্প্রদায় অত্যন্ত আনন্দের সাথে এই ঈদ উৎযাপন করে যা ঈদুল আজহা বা কোরবানের ঈদ নামে পরিচিত।
✳️আল আজহা আরবি শব্দ যার অর্থ ত্যাগ করা। এ দিনে বিশ্বের সকল মুসলিম তাদের সামর্থ্য অনুযায়ী পশু কিনে কোরবানি দিয়ে থাকেন। আল্লাহ তায়ালা বলেন:
“তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি কর।”
কোরবানির মাংসের হকদার অনুযায়ী আত্মীয় স্বজন, গরিব মানুষদের মধ্যে ভাগ করার মাধ্যমে খুশি ভাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন ই এই দিনের মুল উদ্দেশ্য।
✳️ঈদুল আজহা আমাদের শিখিয়ে যায় কিভাবে খুশি ভাগ করে নিতে হয়, ত্যাগের মহিমা এবং কিভাবে সবাই মিলেমিশে আনন্দ ছড়িয়ে দেওয়া যায় পরিবার-পরিজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং অসহায়, গরীবদের মাঝে।
মহিমান্বিত এই দিনে সকলের মঙ্গল, সুস্থজীবন এবং সফলতা কামনা করে সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক ????