উচ্চশিক্ষার ক্ষেত্রে ১৬ বছর থেকে বেশী বয়সী যারা আছেন তাদের জন্য সুন্দর ইন্টার্নশিপ এর সুযোগ।।।
শক্তি ও পরিবেশ পরিচালনা অধিদপ্তর (Energy and Environment Directorate) থেকে উপকূলীয় বিজ্ঞান (Coastal Science) বিভাগে Environmental and Biogeochemistry গ্রুপ এ স্টুডেন্ট রিসার্চ এপ্রেনটিসশিপ (শিক্ষানবিশ) প্রোগ্রামে (SRAP= Student Research Apprenticeship Program) প্যাসেফিক নর্থওয়ে ন্যাশনাল ল্যাবরেটরি (PNNL) এর সাথে কাজ করার সুবর্ণ সুযোগ রয়েছে।
এই গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ এ আপনি গবেষণাভিত্তিক আপনার অভিজ্ঞতা বাড়াতে পারবেন।বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং এ যারা অনেকটা পিছিয়ে আছেন তাদের জন্য এই সুযোগ।
এই ইন্টার্নশিপটি উপকূলীয় অঞ্চলে ছোটো পরিসরে লবণাক্ত পানি থেকে লবণ সরিয়ে পান করার উপযোগী পানি পাওয়ার ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির প্রয়োজন সম্পর্কিত একটি প্রজেক্টের অংশ।এখানে আপনি সহজলভ্য কি কি বাণিজ্যিক প্রযুক্তি পাওয়া যায়,মাঠপর্যায়ে সেগুলো কিভাবে কাজ করে এবং সেই সাথে লবণাক্ত পানিকে সুস্বাদু করে তোলার ক্ষেত্রে কি কি সামাজিক,অর্থনৈতিক,প্রযুক্তিগত ও নিয়ন্ত্রণজনিত বাধার সম্মুখীন হতে হবে সেগুলো উপস্থাপন করবেন।
ইন্টার্নশিপ এর আবেদন করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ১. কভার লেটার
২.জীবনবৃত্তান্ত ও
৩.একাডেমিক ট্রান্সক্রিপ্ট (এর বাইরেও কি কি কাজ আপনি করেছেন সেগুলো দিতে পারবেন।তবে সেগুলোর রেফারেন্স সহ দিতে হবে)
পিডিএফ আকারে আপলোড করতে হবে।
বিঃ দ্রঃ আপনি যদি সবকিছু একটি পিডিএফের মধ্যে আপলোড না করেন তবে আপনার আবেদন অসম্পূর্ণ থাকবে।
নূন্যতম যোগ্যতাঃ
১.আপনাকে অবশ্যই কোনো হাই স্কুল অথবা কলেজ অথবা বিশ্ববিদ্যালয় এ অধ্যয়নরত হতে হবে।
২. জুন ২০২১ এর মধ্যে ১৬ বছর কিংবা এর বেশী বয়সী হতে হবে
৩.নবম গ্রেড থেকে শুরু করে এই পর্যন্ত CGPA অন্তত 3.00 থাকতে হবে।
যে ধরণের যোগ্যতা অগ্রাধিকার দেওয়া হবেঃ
১.কেমিস্ট্রি কিংবা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে অধ্যয়নরত।
২.মাইক্রোসফট অফিস সম্পর্কে জানে।
৩.সায়েন্টিফিক লিটারেচার পড়তে পারে এবং সুসঙ্গত ও সুগঠিতভাবে সেটার সারাংশ খুজে বের করতে পারে।
এই ইন্টার্নশিপ এর ক্ষেত্রে যে কোনো ধর্ম,বর্ণ,জাতি অর্থাৎ যে কেউ আবেদন করতে পারবে এবং সবাইকে সমভাবে যাচাই করা হবে। সেই সাথে এই ইন্টার্নশিপটি শুধু আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থী দের জন্য। সুতারাং আপনারা যারা আবেদন করতে চান তারা নিচের লিংকে গিয়ে বিস্তারিত জেনে আবেদন করতে পারেন।
আবেদন শুরু সময়ঃ ০৭-০৬-২০২১
আবেদনের শেষ সময়ঃ ১৩-০৬-২০২১
Source:
https://pnnl.jobs/…/AEFF249637CE4443B70F00A09DC…/job/…
Writing credit:
Muhammad Ashraful Islam
Biochemistry & Molecular Biology
University of Chittagong
Poster credit:
Mohammad Mobasserul Azim
Biochemistry & Molecular Biology
University of Chittagong
Tag:Career, cuss, Internship, Job, Students