একজন General Participant কি কি পেয়ে থাকবেন?
সায়েন্স কার্নিভাল এ অংশগ্রহণ করতে ইচ্ছুক কিন্তু টিম এর অভাবে, সময় এর অভাবে বা যে কারণেই হোক পোস্টার প্রেজেন্টেশন, আইডিয়া প্রেজেন্টেশন,রোবো সকার, হ্যাকাথন কোনোদিকেই সুবিধা করে উঠতে পারছেন না?
চিন্তার কারণ নেই। সায়েন্স কার্নিভাল ৩.০-তে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যই রাখা হয়েছে General Participant হিসেবে রেজিস্ট্রেশন করার সুবিধা। General Participant হিসেবে রেজিস্ট্রেশন করে আপনি বিশেষ কোনো সেগমেন্ট এ অংশ না নিয়েই সকল সেগমেন্ট উপভোগ করতে পারবেন।
একজন General Participant কি কি পেয়ে থাকবেন?
✅সার্টিফিকেট অফ পার্টিসিপেশন।
✅ টি-শার্ট।
✅ লাঞ্চবক্স।
✅ ইন্সট্যান্ট কুইজ এ অংশগ্রহণ এর সুযোগ।
✅সেমিনার এ অংশগ্রহণ এর সুযোগ।
✅সায়েন্স কার্নিভাল এর সকল সেগমেন্ট এ প্রবেশাধিকার।
✅বিভিন্ন সেক্টর এর বিদ্বান ব্যক্তিবর্গের সাথে নেটওয়ার্কিং এর সুযোগ।
✅এছাড়াও রয়েছে আকর্ষণীয় কিছু পুরস্কার।
তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করে এই বৃহৎ বিজ্ঞানমঞ্চে বিজ্ঞান চর্চার সুযোগ লুফে নিন।
ইভেন্ট : Chittagong Science Carnival 3.0
General Participant Reg fee:
Mobile Banking : 510 /-
Cash : 500 /-
( রেজিস্ট্রেশন লিংক কমেন্ট বক্সে দেওয়া রয়েছে )
#chittagong_science_carnival_3
Tag:cuss