ওয়েবিনারঃ “পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমঃ সংকোচ নয়, সচেতনতাই আনবে জয়”
গত ৮ই মার্চ, ২০২২ তারিখে বিশ্ব নারী দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি আয়োজন করেছিলো ভিন্নধর্মী একটি ওয়েবিনার। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (PCOS) বিষয়ক এ ওয়েবিনারের প্রতিপাদ্য ছিলো, “সংকোচ নয়, সচেতনতাই আনবে জয়।” উক্ত অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে ছিলেন সহকারী গবেষণা ও উন্নয়ন সম্পাদক মোসা. গুলনাহার আক্তার তৃষা। ওয়েবিনারটিতে বক্তা হিসেবে ছিলেন ডা. ফারহানা আক্তার, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান , এন্ডোক্রাইনোলজি বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডাঃ আফরোজা চৌধুরী, এমবিবিএস, এমসিপিএস,এফসিপিএস, ডিজিও, সহযোগী অধ্যাপক, স্ত্রীরোগ ও ল্যাপারোস্কোপিক সার্জন, গাইনী বিভাগ, ইউএসটিসি।
হরমোনজনিত রোগ PCOS এর প্রভাবে প্রতি বছর আমাদের দেশের ১৮-৪৪ বছর বয়সী নারীদের গর্ভধারণ ক্ষমতা হারানো,টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ এবং জরায়ু ক্যান্সারের মত রোগের ঝুঁকি বাড়ায় যা অসংখ্য নারীর অকাল মৃত্যুর জন্য দায়ী। আমন্ত্রিত অতিথিগণ আমাদের জনসাধারণের সচেতনতার উদ্দেশ্যে এই রোগের বিভিন্ন তথ্য তুলে ধরা এবং ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের উত্তর প্রদান করে এই রোগের গুরুত্ব ও মোকাবেলার পদ্ধতি সম্পর্কে আমাদের ধারণা দেন। তারা এ রোগের মোকাবেলায় বিশেষ করে নারীদের খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং সচেতনতার প্রতি দৃষ্টিপাত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিইউএসএস এর শাখা সংগঠন সিউইউএসএস ইয়ুথম্যাপারস এর জয়েন্ট সেক্রেটারি এবং ইয়ুথম্যাপারসের রিজিওনাল অ্যাম্বাসেডর নওশীন বিনতে জামাল জুঁই বলেন,” নারীর উন্নয়নের জন্য প্রয়োজন আত্মবিশ্বাস। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের প্রভাবে অনেকের আত্মবিশ্বাস কমে যায়। এ পরিস্থিতিতে এ রোগ সম্পর্কে সচেতনতা কিভাবে একজন নারীর আত্মবিশ্বাসকে অটুট রাখতে পারে সে সম্পর্কে আজকে আমাদের অতিথিগণ বলেছেন যা এ রোগের মোকাবেলায় সহযোগিতা করবে বলে আমি মনে করি।”
সিইউএসএসের সাধারণ সম্পাদক হুমায়রা ফেরদৌসী তাঁর বক্তব্যে বলেন,” পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের জন্য বাংলাদেশী নারীদের গর্ভধারণে সমস্যা হলেও তাঁর জন্য যে উত্তোরণের বিষয়ে আমাদের সচেতনতা খুবই কম। আশা করছি আজকের অনুষ্ঠানের এ রোগের ভুক্তভোগীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে সাহায্য করবে।”