কার্নিভাল এ অংশগ্রহণের সুবিধাসমূহ
অনেকের মনে প্রশ্ন রয়ে গেছে যে সায়েন্স কার্নিভালে অংশগ্রহণ করলে কী কী সুবিধা পাওয়া যাবে।চট্টগ্রাম সায়েন্স কার্নিভাল এমন একটি প্রোগ্রাম যেখানে বাংলাদেশের অসংখ্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রতিভাবান ব্যক্তিরাও অংশগ্রহণ করে থাকে। বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে তাদের কাজের আইডিয়া শেয়ার করবে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোবো সোকার কমপিটিশনে প্রযুক্তি সম্পর্কিত প্রতিভা প্রদর্শন করবে, সৃজনশীল পোস্টার প্রেজেন্ট করবে, উপস্থিত বিজ্ঞান বক্তৃতা দিবে। এছাড়াও আলোচিত সমস্যাগুলো সমাধানের যুগোপযোগী সমাধান উপস্থাপন করবে। সব মিলিয়ে একজন বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীর জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে এটি একটি অসাধারণ প্লাটফর্ম। জেনারেল পার্টিসিপেন্ট ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা যে সুবিধাগুলো পাবেন:১. সার্টিফিকেট২. টি শার্ট৩. দুপুরের খাবার৪. সেমিনারে অংশগ্রহণের সুযোগ।৫. পুরো প্রোগ্রামের বিভিন্ন সেগমেন্টে প্রবেশের সুযোগ।৬. বাংলাদেশের স্বনামধন্য বিজ্ঞানীদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ।৭.জ্ঞান বিনিময় ও জ্ঞান সমৃদ্ধ করার অসাধারণ সুযোগ।৮.বিজয়ীদের জন্য থাকছে বিভিন্ন প্রাইজ, প্রাইজমানি এবং উইনার সার্টিফিকেট।তাহলে আর দেরি কেন? এক্ষুনি রেজিস্ট্রেশন করে ফেলুন জেনারেল পার্টিসিপেন্ট অথবা বিভিন্ন সেগমেন্টে।????????????:
Oral presentationRegistration Link:https://form.jotform.com/221314206679454Reg fee: 1500 BDT( 1 member)★General Participant:Registration Link: https://form.jotform.com/221059247235453Reg fee: 400 BDT per personProfessionals: 600 BDT per person★Hackathon Participant:Registration Link: https://form.jotform.com/221062881205448Reg. fee: 1000 BDT per team (Maximum 2 members)★Poster Participant :Registration Link: https://form.jotform.com/221060925690453Reg fee: 1500 BDT per team (Maximum 3 members)Professionals: 2000 BDT per team (Maximum 3 members)★Project Participant:Registration Link: https://form.jotform.com/221062321972448Reg fee: 1800 BDT per team (Maximum 4 members)Professionals: 2500 BDT per team (Maximum 4 members)★Robo Soccer Competition:Registration link: https://form.jotform.com/221034276090043Reg. Fee: 1500 BDT per team (maximum 3 members)