চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টফিক সোসাইটির বিজ্ঞান বিচিত্রা প্রদর্শনী অনুষ্ঠিত
#চট্টগ্রাম_বিশ্ববিদ্যালয়_সায়েন্টফিক_সোসাইটির_বিজ্ঞান_বিচিত্রা_প্রদর্শনী_অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি সিইউএসএস’র উদ্যোগে অদ্য ২০ মার্চ সোমবার বিজ্ঞানীদের জীবনী সম্বলিত প্রদর্শনী ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র সহযোগিতায় ফোর-ডি মুভি বাস ও ভ্রাম্যমাণ জাদুঘর প্রদর্শনী সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি’র সভাপতি মিনহাজুর রহমান শিহাব সভাপতিত্বে দিনব্যাপী চলা প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরিন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, সিইউএসএস’র উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান, প্রফেসর ড. লায়লা খালেদা, সাধারণ সম্পাদক আব্দুল মুহাইমেন জামিল ওয়াসি,সাবেক সভাপতি হোছাইন মোহাম্মদ বায়েজিদ প্রমুখ। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র কিউরেটর মাসুদুর রহমান’র নেতৃত্বে গ্যালারী সহকারী আরাফাত আলিসহ ৯ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়।
প্রদর্শনীতে বিজ্ঞানীদের জীবনী নিয়ে প্রবন্ধ রচনা ও ছবি ইলাস্ট্রেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
#cuss
#4d_movie_exhibition
#museum_bus_exhibition