চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির ২০২৩ সালের নির্বাচিত এক্সিকিউটিভ কমিটির কার্যক্রম শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির ২০২৩ সালের নির্বাচিত এক্সিকিউটিভ কমিটির কার্যক্রম শুরু হয়েছে। গত ১১ই জানুয়ারি কমিটির সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও অধিকাংশ এক্সিকিউটিভ সদস্যদের উপস্থিতিতে প্রথম সভার আয়োজন করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন বুদ্ধিজীবী চত্বরে। উক্ত সভায় সংগঠনের সদস্য সংগ্রহ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এছাড়াও সংগঠনের সকলকে নিয়ে বছরের বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ভাবে পালনের অঙ্গীকার করা হয়।