চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির মেম্বার রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির মেম্বার রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে। এবার আপনিও হতে পারেন এই সংগঠনের অংশ। প্রতিবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসংখ্য প্রতিভাবান ও বিজ্ঞানপ্রিয় শিক্ষার্থীদের আগমনে মুখরিত ও পরিপূর্ণ হয়ে ওঠে এই সংগঠনটি। সুপ্ত প্রতিভা বিকাশ ও বিজ্ঞানচর্চায় নিজেকে যুক্ত রাখতে আপনিও কি হতে চান আমাদের সক্রিয় সদস্য? তাহলে দেরি না করে রেজিস্ট্রেশন করে ফেলুন এখনি।
রেজিস্ট্রেশন লিংক: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfof72LmxRVbAplJiu87Svq4EaYRjl53FnwcPu-BORSk-8PEQ/viewform?usp=pp_url