চবিতে সায়েন্টিফিক সোসাইটির সংবর্ধনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) উদ্যোগে নবাগত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ মার্চ) সায়েন্স ফ্যাকাল্টির ১নং গ্যালারিতে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি’র সভাপতি মিনহাজুর রহমান শিহাব’র সভাপতিত্বে ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সিফাতুল ইসলাম মিজানের সঞ্চালনায় আয়োজিত হয় এ অনুষ্ঠান।
এতে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিজ্ঞান শিক্ষাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে সিইউএসএস কাজ করে যাচ্ছে। জ্ঞান নির্ভর ও দক্ষ প্রশিক্ষিত জাতি গড়তে ভবিষ্যতেও ব্যতিক্রমী ও সময়োপযোগী প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ জাওয়াদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুহাইমেন জামিল ওয়াসি, সহ-সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান, অর্থ সম্পাদক সাইদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী আফনান রিজভী, সহকারী সাংগঠনিক সম্পাদক হাসান সাইদ রাকিব, তথ্য ও যোগাযোগ সম্পাদক উম্মে সাদিয়া, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক কে. এম. সিফাত শাহরীন স্বচ্ছ, সহকারী যোগাযোগ সম্পাদক রেজানুর রহমান হৃদয়, মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক জুলিয়া আকতার, সহকারী গবেষণা ও উন্নয়ন সম্পাদক ফাতেমা তুজ জোহরা, সহকারী অ্যাডমিনিস্ট্রেশন সম্পাদক একরাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে নবাগত সদস্যদের মাঝে পুরস্কার ও উপহার বিতরণ করা হয়।
নয়াশতাব্দী/জেডএম