চলছে কার্নিভাল এর প্রচারণা…
চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিজ্ঞানভিত্তিক সংগঠন কর্তৃক আয়োজিত Chittagong Science Carnival 2.0 এর ক্যাম্পেইনের কাজ। সায়েন্স কার্নিভাল ২.০ কে সফল করতে এবং সবার মাঝে ছড়িয়ে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্ট ভিত্তিক ক্যাম্পেইন পরিচালনা করছি আমরা। আমাদের এক্সিকিউটিভ, ফ্যাকাল্টি মডারেটর ও জেনারেল মেম্বাররা আজ দিনভর নিরলসভাবে প্রচারণায় অংশ নেয়৷ অনলাইন রেজিস্ট্রেশনের পাশাপাশি অফলাইনেও রেজিস্ট্রেশন কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। এই কার্যক্রম চলবে ২৬ মে পর্যন্ত। শিক্ষার্থীদের সায়েন্স কার্নিভাল ২.০ নিয়ে আগ্রহ ও অতুলনীয় সাড়া যেন বার্তা দিচ্ছে আরেকটি জমকালো আয়োজনের। এই বিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করতে পারবেন আপনিও।
