জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষক বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
গত ১৭ আগস্ট বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস’র গ্যালারী কক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি’র উদ্যোগে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর’র সহ-আয়োজনে “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল । উক্ত অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর’র সম্মানিত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মুনীর চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান নিয়ে দৈনিক আজাদী, দৈনিক পূর্বদেশ ও দৈনিক পূর্বকোণ এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
Tag:cuss