জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি
চলমান বৈশ্বিক জলবায়ুর নেতিবাচক পরিবর্তন ও প্রভাবে জর্জরিত গোটা বিশ্ব, যার প্রত্যক্ষ প্রভাবের সম্মুখীন বাংলাদেশও। বৈশ্বিক এই ক্রান্তিলগ্নে বিশ্বের একজন অধিবাসী হিসেবে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও সচেতন হওয়ার এখনই সময়। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৬ আগস্ট বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নিতে পারবে বিভিন্ন বর্ষের সকল শিক্ষার্থী। বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে আগামী ১৭ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায়। দুইদিনের সম্পূর্ণ আয়োজনটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রী এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর নিচতলার গ্যালারী কক্ষে।
বাছাই পর্বে অংশ নিতে আগ্রহীরা আগামী ১৬ আগস্ট বুধবার দুপুর ১:৩০ টায় ইনস্টিটিউট অব ফরেস্ট্রী এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস এর নিচতলার গ্যালারী কক্ষে চলে আসবেন অবশ্যই।
সকলকে উক্ত আয়োজনে অংশগ্রহনের আমন্ত্রণ রইল।