জান্নাতুল নাঈমা-
২০২০-২১ অর্থ বছরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ফেলোশীপ ৩য় রাউন্ডে মনোনীত হয়েছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির সহকারী আইটি সম্পাদক জান্নাতুল নাঈমা। তিনি বর্তমানে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন।
জান্নাতুল নাঈমার এই অর্জন ভবিষ্যতে ফেলোশীপের জন্য আগ্রহী শিক্ষার্থীর অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে। সঠিক গাইডলাইন আর যথেষ্ঠ আত্মবিশ্বাসের ঘাটতিতে অনেক শিক্ষার্থী তাদের মনোবল হারায় যার দরুণ বছরে খুব কম সংখ্যক মানুষই ফেলোশীপ অর্জনে সক্ষম হয়।কিন্তু জান্নাতুল নাঈমার সাহসী উদ্যোগ ও পরিশ্রম তাকে সাফল্যের চূড়ায় পৌঁছিয়ে দিয়েছে। তাই ফেলোশীপের জন্য মনোনীত হওয়ায় জান্নাতুল নাঈমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিক সোস্যাইটির পক্ষ থেকে অঢেল শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা তার উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
আশা করি তার অর্জন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো অসংখ্য শিক্ষার্থী এই ফেলোশীপ প্রোগামে অংশগ্রহণে আগ্রহী হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাফল্যগাথা আরো রঙিন করবে।