ট্যাকটাইল হ্যালুসিনেশন
?অষ্টাদশ শতাব্দীতে হ্যালুসিনেশনকে রোগ ভাবা হত। পরবর্তী সময়ে এসে আমরা জানতে পারি এটি আসলে একধরনের উপসর্গ। এটি মূলত কল্পনা থেকে তৈরি হওয়া আমাদের পঞ্চইন্দ্রিয়কে প্রভাবিত করতে সক্ষম এমন এক ধরণের সংবেদনশীল অভিজ্ঞতা।
ট্যাকটাইল হ্যালুসিনেশন কী
?হ্যালুসিনেশনের যে ধরনটি আমাদের স্পর্শজনিত অনুভবকে প্রভাবিত করতে পারে তা হলো ট্যাকটাইল হ্যালুসিনেশন। এ হ্যালুসিনেশনের ব্যক্তির চামড়ায় উপরে বা নিচে পোকা হেঁটে বেড়ানোর মতো অনুভূতি হয়। ভিজুয়াল, অডিটরি হ্যালুসিনেশনের তুলনায় ট্যাকটাইল হ্যালুসিনেশন কম দেখা যায়। তবে মানসিকভাবে অসুস্থ রোগীদের জন্য এটি বেশ ভীতিকর ঘটনা।
ট্যাক্টাইল হ্যালুসিনেশন হলো বাহ্যিক উদ্দীপনা ছাড়াই কাল্পনিক বস্তুর স্পর্শ অনুভবের মাধ্যমে মস্তিকে অবাস্তব অনুভূতি তৈরি করা। সিজোফ্রেনিয়া, পার্কিনসন ডিজিজ, একবম সিনড্রোম এবং ডিলারিয়াম ট্রেনেন্সের মতো স্নায়বিক রোগের কারণে ট্যাকটাইল হ্যালুসিনেশন হতে পারে। ফ্যান্টম লিম্ব পেইন এক ধরণের ট্যাকটাইল হ্যালুসিনেশন।
কারণ
ড্রাগ সেবনের কারণে অনেকের মধ্যে ট্যাকটাইল হ্যালুসিনেশন হয়। সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীর প্রায় ২০ শতাংশের ট্যাকটাইল হ্যলুসিনেশনের অভিজ্ঞতা হয়। এরা সচারচর তাদের চামড়ায় একধরনের টান অনুভব করে। এদের কারো কারো শরীরে সাপ বা ছোটখাটো কোনো প্রাণী হেঁটে বেড়ানোর অনুভূতি হয়। পারকিনসন ডিজিজে আক্রান্ত রোগীদের ৭ শতাংশ এ ধরনের অনুভূতি পান।
চিকিৎসা
ট্যাকটাইল হ্যালুসিনেশনের চিকিৎসার ক্ষেত্রে প্রথম উপায় হচ্ছে যেসকল রোগের উপসর্গ হিসেবে এ হ্যালুসিনেশন হচ্ছে তার চিকিৎসা করা।
ধরা যাক, কারো মানসিক অসুস্থতার কারণে ট্যাক্টাইল হ্যালুসিনেশন হচ্ছে। সে ক্ষেত্রে তাকে এন্টিডাইক্রিয়াটিক ড্রাগ দেওয়ার মাধ্যমে চিকিৎসা করানো যেতে পারে।
এছাড়া কগনেটিভ বিহেভরিয়াল থেরাপি এবং সাইকোথেরাপি ব্যাক্তিকে এ অভিজ্ঞতা মোকাবেলায় সহায়তা করতে পারে। থেরাপির মাধ্যমে ব্যক্তিকে নেতিবাচক ভাবনা থেকে সরে এসে ইতিবাচক সমাধান সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করে।
?হ্যালুসিনেশনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া ব্যক্তিকে তার আশেপাশের সবাইকে মানসিকভাবে শক্তি যোগানোর চেষ্টা করতে হবে। হ্যালুসিনেশনের বাস্তবতা সম্পর্কে তর্ক না করে শান্তভাবে তাকে মোকাবেলা করতে হবে। তার হ্যালুসিনেশন সম্পর্কে জেনে নিয়ে তার মনোযোগ ভিন্নদিকে সরিয়ে তাকে সান্ত্বনা দেওয়া যেতে পারে।
?তথ্যসূত্রঃহেলথলাইন
Tag:cuss, hallucination, Mentalhealth, psychology, science, tactile