ডিজিটাল ইলাস্ট্রেশনটি কেমন হবে?
ডিজিটাল ইলাস্ট্রেশনটি কেমন হবে?
♻️”Biography Summarization & Illustration Creation: In Commemoration of 4 Greatest Scientists” শীর্ষক প্রতিযোগিতার ২য় সেগমেন্ট Digital Illustration Creation এ অংশগ্রহণ সংক্রান্ত সকল তথ্য এবং ইলাস্ট্রেশনের একটি নিদর্শন নিয়ে আমাদের এবারের আয়োজন।
**নিয়মাবলি
✅ ইলাস্ট্রেশনটি হবে মূলত একটি ডিজিটাল আর্ট।
✅আলেক্সান্ডার ফ্লেমিং, স্টিফেন হকিং, আলবার্ট আইনস্টাইন এবং জামাল নজরুল ইসলাম স্বনামধন্য এই চারজনের মধ্য হতে যেকোনো একজন/একাধিক বিজ্ঞানীর প্রতিচ্ছবি উপস্থাপন করতে হবে।
✅ইলাস্ট্রেশনটি পিএনজি/পিডিএফ ফর্ম্যাটে সাবমিট করতে হবে।
**নিচে প্রদত্ত গুগল ফর্মটি পূরণ করে আপনার ইলাস্ট্রেশনটি পাঠিয়ে দিন আমাদের কাছে।
গুগল ফর্ম লিংকঃ https://docs.google.com/…/1FAIpQLScPhijhYpc…/viewform…
**সাবমিশনের ডেডলাইনঃ ১৬ মার্চ রাত ১১ঃ৫৯ মিনিট।
এই পোস্টে ডিজিটাল ইলাস্ট্রেশনের একটি নিদর্শন উপস্থাপিত হলো
©️Illustration:
Abidul Moula khan
IT Executive
Department of Physics
Session : 2019-20
#cuss
#biography__summarization
#illustration_creation