নিয়োগ বিজ্ঞপ্তি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত ২৬ জুন, ২০২১ তাদের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) ১৬ টি স্থায়ী ও শূন্য পদে নিয়োগ দেয়ার জন্য আবেদনপত্র আহবান করে।
যেসব বিভাগ ও পদে নিয়োগ দেয়া হবে ও আবেদনের যোগ্যতাঃ
কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগঃ
-সহযোগী অধ্যাপক (০১)
-প্রভাষক (০২)
যোগ্যতাঃ
-উভয় পদের জন্য সিএসটিই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির প্রথমে শ্রেণী/সমমানের জিপিএ ৩.৫০ এবং এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ/জিপিএ ৪.০ থাকতে হবে।
– সহযোগী অধ্যাপক পদে আবেদনের ক্ষেত্রেঃ
- পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীর ৭ বছরের অভিজ্ঞতা (৩ বছর সহকারী অধ্যাপক হিসেবে)+স্বীকৃত জার্নালে ০৪টি প্রকাশনা থাকতে হবে।
- এমফিল/সমমান ডিগ্রীধারী প্রার্থীর ০৮ বছরের অভিজ্ঞতা(৩ বছর সহকারী অধ্যাপক হিসেবে)+স্বীকৃত জার্নালে ০৫টি প্রকাশনা থাকতে হবে।
- থিসিস গ্রুপে প্রার্থীদের ০৯ বছরের অভিজ্ঞতা (০৩ বছর সহকারী অধ্যাপক হিসেবে)+স্বীকৃত জার্নালে ০৫টি প্রকাশনা (০৩টি সহকারী অধ্যাপক হিসেবে) থাকতে হবে।
ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স (ফিমস) বিভাগঃ
-অধ্যাপক (০১)
-সহকারী অধ্যাপক (০১)
-প্রভাষক (০১)
যোগ্যতাঃ
-প্রত্যেক পদের জন্য ফিমস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির প্রথমে শ্রেণী/সমমানের জিপিএ ৩.৫০ এবং এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ/জিপিএ ৪.০ থাকতে হবে।
অধ্যাপক পদে আবেদনের ক্ষেত্রেঃ
- পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীর ১২ বছরের অভিজ্ঞতা+সহযোগী অধ্যাপক হিসেবে ১০টি প্রকাশনা থাকতে হবে।
- এমফিল/সমমান ডিগ্রীধারী প্রার্থীর ১৪ বছরের অভিজ্ঞতা(০৫ বছর সহযোগী অধ্যাপক হিসেবে)+ ১২টি প্রকাশনা থাকতে হবে।
সহকারী অধ্যাপক পদে আবেদনের ক্ষেত্রেঃ
- পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীর নূন্যতম ০১টি প্রকাশনা থাকতে হবে।
- এমফিল/সমমান ডিগ্রীধারী প্রার্থীর শিক্ষকতা ও গবেষণার কাজে ০২ বছরের অভিজ্ঞতা + নূন্যতম ০১টি প্রকাশনা থাকতে হবে।
- থিসিস গ্রুপে প্রার্থীদের শিক্ষকতা ও গবেষণার কাজে ০২ বছরের অভিজ্ঞতা +স্বীকৃত জার্নালে ০২টি প্রকাশনা থাকতে হবে।
ফামের্সী বিভাগঃ
-সহকারী অধ্যাপক (০২)
-প্রভাষক (০২)
যোগ্যতাঃ
-প্রত্যেক পদের জন্য ফার্মেসী বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির প্রথমে শ্রেণী/সমমানের জিপিএ ৩.৫০ এবং এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ/জিপিএ ৪.০ থাকতে হবে
সহকারী অধ্যাপক পদে আবেদনের ক্ষেত্রেঃ
- পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীর নূন্যতম ০১টি প্রকাশনা থাকতে হবে।
- এমফিল/সমমান ডিগ্রীধারী প্রার্থীর শিক্ষকতা ও গবেষণার কাজে ০২ বছরের অভিজ্ঞতা + নূন্যতম ০১টি প্রকাশনা থাকতে হবে।
- থিসিস গ্রুপে প্রার্থীদের শিক্ষকতা ও গবেষণার কাজে ০২ বছরের অভিজ্ঞতা +স্বীকৃত জার্নালে ০২টি প্রকাশনা থাকতে হবে।
এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগঃ
-সহযোগী অধ্যাপক (০৩)
-প্রভাষক (০৩)
যোগ্যতাঃ
-উভয় পদের জন্য এসিসিই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির প্রথমে শ্রেণী/সমমানের জিপিএ ৩.৫০ এবং এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ/জিপিএ ৪.০ থাকতে হবে।
সহযোগী অধ্যাপক পদে আবেদনের ক্ষেত্রেঃ
- পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীর ৭ বছরের অভিজ্ঞতা (৩ বছর সহকারী অধ্যাপক হিসেবে)+স্বীকৃত জার্নালে ০৪টি প্রকাশনা থাকতে হবে।
- এমফিল/সমমান ডিগ্রীধারী প্রার্থীর ০৮ বছরের অভিজ্ঞতা(৩ বছর সহকারী অধ্যাপক হিসেবে)+স্বীকৃত জার্নালে ০৫টি প্রকাশনা ( ০৩টি সহকারী অধ্যাপক হিসেবে) থাকতে হবে।
- থিসিস গ্রুপে প্রার্থীদের ০৯ বছরের অভিজ্ঞতা (০৩ বছর সহকারী অধ্যাপক হিসেবে)+স্বীকৃত জার্নালে ০৫টি প্রকাশনা (০৩টি সহকারী অধ্যাপক হিসেবে) থাকতে হবে।
বিঃ দ্রঃ উপরে উল্লিখিত পদসমূহের মধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক স্থায়ী পদে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে তার পরিবর্তে প্রভাষক স্থায়ী পদে লোক নিয়োগ দেয়া হবে।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ ১৮ জুলাই, ২০২১
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.nstu.edu.bd
Writing Credit:
Kamrun Naher
Biochemistry & Molecular Biology
University of Chittagong
Poster Credit:
Sifytul Karim
Department of pharmacy
University of Chittagong