পাইরোক্লাস্টিক ক্লাউড

পাইরোক্লাস্টিক প্রবাহ আগ্নেয়গিরি থেকে সৃষ্ট অন্যান্য ঝুঁকির চেয়ে মারাত্মক। কেননা-
- এর ফলস্বরূপ উৎপন্ন বিস্ফোরক বিস্ফোরিত হয়।
- এগুলো সাধারণত মাটি স্পর্শ করে মহাকর্ষের প্রভাবে প্রসারিত হয়।
- অগ্ন্যুৎপাতের নিঃসরণ হার, ঘনত্ব এবং ঢালের হারের উপর নির্ভর করে তাদের গতি।
পাইরোক্লাস্টিক ফ্লো কেন হয়




পাইরোক্লাস্টিক প্রবাহ কেন এত ক্ষতিকর?

এছাড়াও পাইরোক্লাস্টিক প্রবাহের কারণে বন্যাও হতে পারে। অত্যন্ত উচ্চ তাপমাত্রার এই গরম পদার্থের প্রবাহের ফলে বরফ গলে যায়। যার ফলে নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হতে পারে। এছাড়াও কখনো কখনো কাদা প্রবাহ তৈরি হতে পারে, যাকে লাহার বলা হয়।


গবেষণার ফলস্বরূপ তারা পাইরোক্লাস্টিক প্রবাহের নতুন কিছু শারীরতাত্ত্বিক তথ্য পেয়েছেন। এইসব তথ্য আগ্নেয়গিরিবিদদের ভবিষ্যতে কোনো বিস্ফোরণের জন্য আরও ভালো পূর্বাভাস দিতে সাহায্য করতে পারে এবং জীবন বাঁচাতে সাহায্য করবে।
তথ্যসূত্র:
লিখেছেন:
Farhana Akter
Biochemistry and Molecular Biology
University of Chittagong
Poster Design:
Md. Azizur Rahman Riyaz
Genetic Engineering and Biotechnology
University of Chittagong

Tag:cuss, Geography, pyroclastic, science, পাইরোক্লাস্টিক