প্রজেক্ট প্রেজেন্টেশনে বিচারক হিসেবে যারা থাকছেন…
অপেক্ষা আর মাত্র ৫ দিনের। আপনি প্রস্তুত তো?
সকলের কাঙ্ক্ষিত ইভেন্ট চট্টগ্রাম সায়েন্স কার্নিভাল ২.০-এর সময় ঘনিয়ে এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি কর্তৃক আয়োজিত এই কার্নিভালে উপস্থিত থাকবেন অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী, দেশবরেণ্য বিজ্ঞানী ও গবেষকগণ। সেই সাথে ফ্রন্টলাইনার হিসেবে আমাদের প্রোগ্রামে যারা থাকবেন তাদের নাম উল্লেখ না করলেই নয়।
চট্টগ্রাম সায়েন্স কার্নিভাল ২.০-এর ৬ টি সেগমেন্টের মধ্যে অন্যতম একটি হলো প্রজেক্ট প্রেজেন্টেশন । এই সেগমেন্টে বিচারক হিসেবে থাকবেন অসাধারণ তিনজন ব্যক্তি। প্রজেক্ট প্রদর্শন এবং সমন্বয়ে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবেন:
Ariful Hossain Opu
President,
Bangladesh Innovation Forum
Mir Monuwar Iqbal
Founder & CEO
Pridesys IT Ltd.
Ershadul Haque
Founder & CEO
Riseup Labs