প্রতিষ্ঠাতাবৃন্দের সফলতার গল্প
প্রতিষ্ঠাতাবৃন্দের সফলতার গল্প
সিইউএসএস এর সূচনালগ্নের স্মৃতিচারণঃ
সময়টা ২০১৮ সাল। না ছিল কোনো নেতৃত্বাধীন সংগঠনের সহায়তা, না ছিল বিরাট জনবল, কেবল ৩জন জ্ঞানপিপাসু তরুণের অদম্য ইচ্ছাশক্তি ও বিজ্ঞানমনস্ক জাতি গড়ার দৃঢ় প্রত্যয়ে সে বছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস উদযাপনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি’র পথচলা।
এই তিন পথিকৃৎ মোঃ মিফতাহ মুশফিক, মোঃ আব্দুর রহমান অপু এবং মোঃ মুজাহিদ আহমেদ ইজাজ ভাইয়া আজকের এই সিইউএসএস গড়ায় যেমন একনিষ্ঠভাবে কাজ করে গেছেন তেমনি নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে তারা সর্বদা অটুট। আজ সিইউএসএস এর দুই সহ-প্রতিষ্ঠাতা মোঃ আব্দুর রহমান অপু এবং মোঃ মুজাহিদ আহমেদ ইজাজ ভাইয়ার সফলতার গল্প নিয়েই আমাদের এই আয়োজন।
#Heartfelt_Congratulations!
স্বপ্নজয়ের সোপানে আরও একধাপ এগিয়ে!
আজকের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি ২০১৮ সালে যাদের হাত ধরে পথ চলতে শুরু করে তাদেরই একজন, আমাদের সহ-প্রতিষ্ঠাতা মোঃ আব্দুর রহমান অপু ভাইয়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরিজোনা’তে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করায় তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন!
ইনটেন্ডেড প্রোগ্রামঃ
বায়োলজিকাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস (পিএইচডি)।
চবি অধ্যায়ঃ
মোঃ আব্দুর রহমান অপু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি এমএসসি সম্পন্ন করেন।
ডিপার্টমেন্টঃ জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি
সেশনঃ ২০১৪-১৫
অর্জিত সিজিপিএঃ ৩.৮৩ (স্নাতক)
৩.৯২ (স্নাতকোত্তর)
সিইউএসএস এ পদচারণাঃ
সূচনালগ্ন থেকে আজ অব্দি সিইউএসএস এর সাথে সর্বদা ছায়াসঙ্গী হিসেবে বিরাজমান অপু ভাইয়া ছিলেন ২০২০ কমিটির সাধারণ সম্পাদক। সিইউএসএস এর অগ্রগতিতে তিনি সর্বদা নিরলস, নিষ্ঠা ও উদ্দীপনার সাথে কাজ করে গেছেন। তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে চবি সায়েন্টিফিক সোসাইটির স্মৃতিতে।
পাবলিকেশনঃ
-ইন্টারন্যাশনাল জার্নালে ২টি প্রকাশনা
IELTS Score: 7
জীবনের নতুন অধ্যায়ের সূচনায় মোঃ আব্দুর রহমান অপু ভাইয়ার প্রতি নিরন্তর শুভকামনা। সুখ, স্বাচ্ছন্দ্য ও সফলতায় পরিপূর্ণ হোক আগামীর পথচলা।
#Heartiest_Congratulations
স্বপ্নজয়ের সোপানে আরও একধাপ এগিয়ে!
২০১৮ সালে যেই একঝাঁক উদ্যোমী তরুণের হাত ধরে সিইউএসএস পথ চলতে শুরু করে তাদেরই একজন, আমাদের সহ-প্রতিষ্ঠাতা মোঃ মুজাহিদ আহমেদ ইজাজ ভাইয়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপি’তে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করায় তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন!
ইনটেন্ডেড প্রোগ্রামঃ
কেমিস্ট্রি এন্ড বায়োকেমিস্ট্রি (পিএইচডি)।
চবি অধ্যায়ঃ
মোঃ মুজাহিদ আহমেদ ইজাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি এমএসসি সম্পন্ন করেন।
ডিপার্টমেন্টঃ জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি
সেশনঃ ২০১৪-১৫
অর্জিত সিজিপিএঃ ৩.০১(স্নাতক)
৩.৩৮(স্নাতকোত্তর)
সিইউএসএস এ পদচারণাঃ
সূচনালগ্ন থেকে আজ অব্দি সিইউএসএস এর এই ছায়াসঙ্গী, ইজাজ ভাইয়া ছিলেন ২০১৯ কমিটির সমন্বয়ক। সিইউএসএস কে বিশ্ব পরিমন্ডলে ছড়িয়ে দিতে তিনি সর্বদা অক্লান্ত ও একনিষ্ঠভাবে শ্রম দিয়ে গেছেন যা সিইউএসএস এর স্মৃতিপটে চিরকাল বিরাজ করবে।
পাবলিকেশনঃ
-ইন্টারন্যাশনাল জার্নালে ৩টি প্রকাশনা
IELTS Score: 7
জীবনের নতুন অধ্যায়ের সূচনায় মোঃ মুজাহিদ আহমেদ ইজাজ ভাইয়ার প্রতি নিরন্তর শুভকামনা। সুখ, স্বাচ্ছন্দ্য ও সফলতায় পরিপূর্ণ হোক আগামীর পথচলা।