ফাউন্ডিং মেম্বার ইসতিয়াক আহম্মেদ রাব্বীকে নেদারল্যান্ডের “Wageningen University & Research ” – এ মাস্টার্সে ফুললি ফান্ডেড স্কলারশিপ পাওয়ার জন্য আন্তরিক ভাবে অভিনন্দন
চট্টগ্রাম বিশ্ববিদালয় সাইন্টিফিক সোসাইটির অন্যতম ফাউন্ডিং মেম্বার ইসতিয়াক আহম্মেদ রাব্বীকে নেদারল্যান্ডের “Wageningen University & Research ” – এ মাস্টার্সে ফুললি ফান্ডেড স্কলারশিপ পাওয়ার জন্য আন্তরিক ভাবে অভিনন্দন ও শুভেচ্ছা!তার এই সাফল্যমণ্ডিত অর্জনে আজ সমগ্র চট্টগ্রাম বিশ্ববিদালয় সাইন্টিফিক সোসাইটি পরিবার গর্বিত!
স্কলারশিপ এর বিষয় : M.Sc in Aquaculture and Marine Resource Management.
তার অর্জনের কিছু অংশ :
ব্যাচেলর এর সিজিপিএঃ- ৩.৮১
মাস্টার্স এর সিজিপিএঃ- ৩.৮১
IELTS স্কোরঃ- ৬. ৫
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগে ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার এই অর্জনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি আনন্দিত।
Tag:cuss