বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি আয়োজিত ২০২৩ সালের প্রথম সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২শে জানুয়ারি। উক্ত সেমিনারের মূল বিষয়বস্তু বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব।
জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক সমস্যা। পুরো বিশ্বের সাথে বাংলাদেশের উপরও এটির নানাবিধ প্রভাব পরিলক্ষিত এবং এটির আরো বিরূপ প্রভাব নিকট ভবিষ্যতে অনুমিত। জলবায়ু পরিবর্তন, এর প্রভাব এবং এর প্রভাব হ্রাসে করণীয় বিষয়ে আমাদের একটি সাধারণ জ্ঞান থাকা অতীব প্রয়োজনীয়। এই গুরুত্বপূর্ণ বিষয়ের জ্ঞান আরো বিস্তৃত পরিমন্ডলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের এবারের আয়োজন। উক্ত সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ তৌহিদ হোসেন।
সময়ঃ সকাল ১০ঃ০০টা
স্থানঃ ডিন সম্মেলন কক্ষ, জীববিজ্ঞান অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
জনসাধারণের জন্য উন্মুক্ত এই সেমিনারটিতে সকলকে সাদর আমন্ত্রণ!