বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল।
২০ নভেম্বর, ১৮৮৯ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন মহাবিস্ফোরণ হাবলের নীতির জন্য বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল।
এডউইন হাবল (১৮৮৯ – ১৯৫৩) একজন মার্কিন জ্যোতির্বিজ্ঞানী যিনি ছায়াপথ, মহাবিশ্বের সম্প্রসারণ এবং মহাবিশ্বের আকার-আকৃতি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছিলেন। তিনিই প্রথম আবিষ্কার করেছিলেন যে আমরা পৃথিবী থেকে যে কুণ্ডলাকার নীহারিকাগুলো দেখতাম সেগুলো প্রকৃতপক্ষে আমাদের আকাশগঙ্গা ছায়াপথের মতই এক ধরনের ছায়াপথ। তবে তার সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার ছিল মহাবিশ্বের ক্রম সম্প্রসারণ আবিষ্কার।
?হাবল আমৃত্যু গবেষণা করেছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মাউন্ট পালোমার মানমন্দিরের জন্য ২০০-ইঞ্চি (৫০৮-সে.মি.) দূরবীনের (হেল দূরবীন) নির্মাণের কাজে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
হাবল মহাকাশ দূরবীন একটি শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র যা পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণায়মান একটি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ১৯৯০ সালে মহাকাশে পাঠানো হয়েছে। এই দূরবীনটির নাম বিজ্ঞানী হাবলের নামে রাখা হয়েছে। এছাড়া তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন:
ব্রুস পদক – ১৯৩৮.
রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির স্বর্ণপদক – ১৯৪০.
মেডেল অফ মেরিট, দূর পাল্লার ক্ষেপণাস্ত্র বিষয়ে গবেষণার জন্য – ১৯৪৬
মহান এই জ্যোতির্বিজ্ঞানী ২৮ সেপ্টেম্বর, ১৯৫৩ সালে ক্যালিফোর্নিয়ায় পরলোকগমন করেন।