বিজয়ী ঘোষণা
#বিজয়ী_ঘোষণা
#world_wildlife_day
#winner_announcement
#wildlife_photography_contest
#poster_design_with_slogan_contest
World Wildlife Day উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির আরেকটি আয়োজন “Wildlife Photography” প্রতিযোগিতার ফলাফল আজ প্রকাশিত হলো। তুমুল প্রতিযোগিতার মধ্যে সূক্ষ্ম বিচার-বিশ্লেষণের মাধ্যমে যথাযোগ্য বিজয়ীদেরই এখানে নির্বাচন করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অসাধারণ সব ছবি এবং বিচারকদের মনোনয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত তিন বিজয়ী হলেনঃ
১ম স্থান অধিকারী-
এস. এম. রিদওয়ান রহমান।
প্রাণিবিদ্যা বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
২য় স্থান অধিকারী-
আহমেদ গালিব হাসান
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
ব্র্যাক ইউনিভার্সিটি ।
৩য় স্থান অধিকারী-
শাহরিয়ার হোসেন বিদ্যুৎ
রসায়ন বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
????বিজয়ীদের জন্য রইলো প্রাণঢালা অভিনন্দন!????
এছাড়াও অংশগ্রহণকারী সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা। ????