বিশ্বজুড়ে_আজ_পালিত_হচ্ছে_পাই_দিবস
#বিশ্বজুড়ে_আজ_পালিত_হচ্ছে_পাই_দিবস
গণিত আর বিজ্ঞানে যে ক’টি বিশেষ সংখ্যা সব সময়ে আলাদা সম্মান ও সমাদর পেয়ে এসেছে ‘পাই’ এর মধ্যে অন্যতম। পাই-এর মান সাধারণত ৩.১৪ হিসেবে ধরা হয়। সেই সূত্রে আজ (অর্থাৎ ৩/১৪/২৩) পাই দিবস। তবে পাই দিবসের আরও কয়েকটি তারিখ রয়েছে। যেমন- ২২ জুলাই (২২/৭) তারিখটি এদের মধ্যে সবচেয়ে পরিচিত। এছাড়াও ১০ নভেম্বর, যা কি না বছরের ৩১৪ তম দিন (অভিবর্ষ বা লিপ ইয়ারের ক্ষেত্রে ৯ নভেম্বর) আপাতত পাই দিবস হিসেবে উদযাপিত হয়। কোথাও কোথাও ২১ ডিসেম্বর (বছরের ৩৫৫ তম দিন) এবং লিপ ইয়ারের ক্ষেত্রে ২০ ডিসেম্বর দুপুর ১:১৩ মিনিটে চৈনিক পাই ভগ্নাংশের (৩৫৫/১১৩) সঙ্গে মিল রেখে আপাত পাই দিবস উদযাপন করা হয়।
১৯৮৮ সালে পদার্থবিদ ল্যারি শ’ পাই (π) দিবসের ধারণার প্রবর্তন করেন। সে প্রথমবারের মতো পাই দিবস পালিত হয় সান ফ্রানসিস্কোর একটি বিজ্ঞান জাদুঘরে। জাদুঘরের বৃত্তাকার স্থানে এর কর্মচারী ও দর্শনার্থীরা মিলে পাই আকৃতির কেক কেটে দিনটি উদযাপন করেন। ঐ জাদুঘরের কর্মকর্তা ল্যারি শ এই দিবস উদযাপনের উদ্যোক্তা বলে তাকে ‘পাই-এর রাজপুত্র’ বলা হয়।জাদুঘর কর্তৃপক্ষ এরই মধ্যে দ্বিতীয় জীবনে প্রথম পাই দিবস উদযাপনকে যোগ করেছে। ২০০৯ সালের ১২ মার্চ যুক্তরাষ্ট্র সরকার ১৪ মার্চকে জাতীয় পাই (π) দিবস হিসেবে পালনের অনুমোদন দেয়।
π গ্রিক বর্ণমালার ষোলতম বর্ণ। গ্রিক শব্দ ‘περιφέρεια’ (যার অর্থ periphery) এবং ‘περίμετρος’(যার অর্থ perimeter) এর প্রথম বর্ণ হচ্ছে π। ধরা হয়ে থাকে পরিধি বা perimeter শব্দটি থেকেই π এর ব্যবহার হয়ে আসছে। ইউক্লিডীয় সমতলীয় জ্যামিতিতে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই (π) হিসেবে সংজ্ঞায়িত করা হয়। উইলিয়াম জোনস সর্বপ্রথম ১৭০৬ সালে পাই প্রতীকটির প্রচলন করেন। তবে এ প্রতীকটিকে জনপ্রিয় করেন সুইস গণিতবিদ লিওনার্দো ইউলার।
পাই এর সবচেয়ে বিস্ময়কর ধর্মগুলোর কটি হলো—এটি অসীম সংখ্যা। অর্থাৎ পাই এর কোনো নির্দিষ্ট মান নেই। আমরা আমাদের কাজের সুবিধার জন্য ৩.১৪১৫৯২৬ বা তেমন ব্যস্ত থাকলে কেবল ২২/৭ বা ৩.১৪ হিসেবে চালিয়ে নেই। কিন্তু যা আমাদের সবচেয়ে তাজ্জব করে সেটা হলো এই যে, পাই এর মান এর মাঝে কোনো প্যাটার্ন খুঁজে পাওয়া যায় না। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করি। প্যাটার্ন খুঁজে পাওয়া যায় না বলতে আমি যা বুঝিয়েছি তা হলো—এখন পর্যন্ত আমরা পাই এর মান ৫০ ট্রিলিয়ন (৫০ এর পেছনে বারোটি শূন্য) ঘর পর্যন্ত সঠিকভাবে বের করতে পেরেছি। ২০২০ সালের জানুয়ারিতে আমেরিকার টিমোথি মুলিক্যান এই কাজটি করেছিলেন। এই বিশাল নম্বরটিতে কখনো কোনো একটা নির্দিষ্ট অংকের দলকে ঘুরে ফিরে বারবার হাজির হতে দেখা যায়নি।
বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের জন্মদিন আশ্চর্যজনকভাবে পাই দিবসে। সেদিন বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিংয়েরও মৃত্যুদিন। আরেক বিশ্বখ্যাত বিজ্ঞানী যিনি নগ্ন গায়ে দৌড়াদৌড়ি করে এবং ‘ইউরেকা, ইউরেকা’ করে চিৎকার করে প্রসিদ্ধ হয়েছিলেন- সেই আমাদের চেনা আর্কিমিডিসও পাই নিয়ে কাজ করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে পাই তার মৃত্যুরও কারণ। কথিত আছে, আর্কিমিডিস যখন পাই এর মান বের করার জন্য জটিল গণনায় ব্যস্ত, তখন তার শহর শত্রু দ্বারা আক্রান্ত হয়। এক সৈন্য এসে তার অঙ্কের মাঝে বাগড়া দেয়। আর্কিমিডিস তখন কাঠি দিয়ে মাটিতে অঙ্ক কষছিলেন। বিরক্ত হয়ে আর্কিমিডিস বলেছিলেন, ‘আমার হিসেবের মাঝে গোল করো না তো’। উত্তরে সে নির্বোধ সৈন্য এক কোপে তাকে মস্তকবিহীন করে। এতে আর্কিমিডিসের সকল হিসেব নিকেশের অবসান ঘটে।
বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ২০০৬ সাল থেকে বাংলাদেশে পাই দিবস উদযাপিত হচ্ছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে দেশে এই দিবস উদ্যাপন শুরু হয়। দেশের বেশ কিছু গণিত ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্যে দিবসটি পালিত হয়। আয়োজনের মধ্যে রয়েছে পাই শোভাযাত্রা, পাই-এর মান বলা, পাই নিয়ে আলোচনা ইত্যাদি। এছাড়া রয়েছে পাই দিবসের শুভেচ্ছা বিনিময়। ক্রমেই এটি আরো জনপ্রিয় হয়ে উঠছে।
#cuss
#pi_day
References :
1.https://www.jagonews24.com/amp/487268
2.https://www.timesnownews.com/education/world-pi-day-2023-today-at-159-pm-the-world-would-celebrate-the-mathematical-constant-heres-why-article-98621416
3.https://www.cnn.com/2023/03/14/world/pi-day-facts-history-explained-scn/index.html
4.https://nationaltoday.com/national-pi-day/
cms
5.https://www.google.com/amp/s/m.economictimes.com/news/new-updates/international-mathematics-day-know-history-theme-significance-and/amp_articleshow/98625730.cms
Content Credit :
Efrin Anowar
Department of Zoology
Session : 2019-20.