বিশ্ববাসী স্বাক্ষী হতে চলেছে বছরের দ্বিতীয় সুপার মুন(Super Moon) এর
আজ 01 আগস্ট, 2023; মঙ্গলবার।
বিশ্ববাসী স্বাক্ষী হতে চলেছে বছরের দ্বিতীয় সুপার মুন(Super Moon) এর! যার আরেকটি বিশেষ নাম হলো ‘স্টার্জন মুন’।
আজ রাতেই দেখা মিলবে, বছরের সবথেকে উজ্জ্বলতম বড় চাঁদের এক মারাত্মক সুন্দর প্রদর্শনী। উছলে পড়া রূপালী চাঁদের আলোর মেলায় জুড়ে থাকবে সমস্ত আকাশ।
সুপার মুন কি?
পৃথিবী -চন্দ্র -সূর্যের সম্মিলিত অবস্থানের প্রভাবে চাঁদের এক বিশেষ দশার নাম ‘সুপার মুন (Super Moon)’। ‘সুপার মুন’ শব্দটির প্রথম প্রচলন হয় একজন বিখ্যাত জ্যোতিষবিজ্ঞানী Richard Nolle এর হাত ধরে। এই সময় চাঁদকে সাধারণত নিত্যদিনকার স্বাভাবিক আকারের তুলনায় অনেক বেশি বড় ও উজ্জ্বল দেখা যায়। সুপার মুনের সাধারণত কোনো বাংলা প্রতিশব্দ নেই। তবে চাঁদের এই অতি আকর্ষণীয় রূপকে ‘অতিকায় চাঁদ’ও বলা হয়ে থাকে। সুপার মুন চাঁদপ্রেমীদের কাছে কাছে খুবই মোহনীয় এক বস্তু।
সুপার মুন কেন এবং কখন দেখা যায়?
চাঁদ সাধারণত পৃথিবীর একটি উপগ্রহ হিসেবে প্রতিনিয়ত তার নিজস্ব কক্ষপথে থেকে আবর্তন করে চলেছে পৃথিবীকে। কিন্তু, বাস্তবিকতায় চাঁদ ও পৃথিবীর মধ্যমর্তী আকর্ষণ বিকর্ষণ বল সমান না হওয়ায় পৃথিবীর চারপাশে চাঁদের এই আবর্তনশীল কক্ষপথ বৃত্তাকার না হয়ে উপবৃত্তাকার রূপ লাভ করেছে। যার কারণে, ঘুরতে ঘুরতে চাঁদ কখনো কখনো তার কক্ষপথে পৃথিবীর খুবই নিকটে চলে আসে এবং চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব হ্রাস পায়। আবর্তনশীল অবস্থায় চাঁদ ও পৃথিবীর মধ্যকার গড় দূরত্ব সাধারণত ৩৮২,৯০০ কিলোমিটার। কিন্তু, কোনো পূর্ণিমা তিথিতে চাঁদ ও পৃথিবী কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যখন ৩৬০,০০০ কিলোমিটার হয়, তখন চাঁদের এই দশাকে সুপার নামে অভিহিত করা হয়। চাঁদের এই দশাকে জ্যোতিষবিজ্ঞানের ভাষায় Perigge-Syzygy বলা হয়। এই সময়, চাঁদকে সাধারণের তুলনায় প্রায় ১৪% বেশি বড় এবং এর উজ্জ্বলতা ৩০% বেশি দেখা যায়। সাধারণত বছরের মোট পূর্ণিমা তিথিগুলো মধ্যে তিন থেকে চারটি তিথিতে সুপার মুনের আবির্ভাব দেখা যায়। হিসেব করে দেখা গেছে গত বিশ বছরে প্রায় ৭৯ বার সুপার মুনের দেখা পেয়েছে বিশ্ববাসী।
সুপার মুনের প্রভাব:
সাধারণত চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী আকর্ষণ বলের দরুণ পৃথিবীপৃষ্ঠে জোয়ারভাটা ঘটে থাকে। সুপার মুনের সময় যেহেতু চাঁদ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব হ্রাস পায় এবং চাঁদ পৃথিবীর অতি নিকটে অবস্থান করে, তাই এই সময় চাঁদ ও পৃথিবীর মাধ্যাকর্ষণ বলও অনেক বেড়ে যায়। ফলস্বরূপ, এই সময় জোয়ার ভাটার উচ্চতায়ও অনেকটা তারতম্য দেখা যায়।
২০২৩ সালের সুপার মুন :
জ্যোতিষবিজ্ঞানীদের হিসাব ও গণনা অনুসারে ধারণা করা হয়েছে, ২০২৩ সালে জ্যোৎস্নাময় রাতের আকাশে মোট ৪ টি সুপার মুনের দেখা মিলবে। এই বছরেরই ৩রা জুলাই, সোমবার সন্ধ্যার আকাশে দেখা গেছে বছরের প্রথম সুপার মুন, যাকে বাক মুন(Buck Moon) নামেও আখ্যায়িত করা হয়েছে। আজ ১লা আগস্ট, মঙ্গলবার রাতের আকাশে দেখা যাবে এই বছরের দ্বিতীয় সুপার মুন (স্টার্জন মুন) এবং এই মাসের শেষের দিকেই দেখা মিলবে তৃতীয় সুপার মুন তথা ‘ব্লু মুন(নীল চাঁদ)’ এর। এছাড়াও ধারণা করা হয়েছে, এই বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে দেখা যাবে বছরের চতুর্থ অর্থাৎ শেষ সুপার মুনের।
নাসা(NASA) থেকে প্রাপ্ত তথ্যমতে, আজ সূর্যাস্তের প্রায় ৩০ মিনিট পর পৃথিবীর আকাশে দেখা মিলবে সুপার মুনের। বিজ্ঞানীদের ধারণা, আজকে রাতের আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশী সময় সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকেও দেখা যাবে এই বিশেষ সুপার মুন। জ্যোতিষবিজ্ঞানীদের মতে, শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিতে আজকের এই সুপার মুনকে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭% বেশি বড় দেখা যাবে।
আজকে রাতের এই বিশেষ আকর্ষণীয় সুপার মুন দেখার জন্য ‘বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ‘ এর পক্ষ থেকে আগারগাঁও এর বিজ্ঞান জাদুঘরের প্রশাসনিক ভবনের ছাদে এক শক্তিশালী ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
References :
1.https://eisamay.com/…/super…/articleshow/101507754.cms
2.https://eisamay.com/…/first…/articleshow/102300675.cms
3.https://bn.quora.com/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BE…
4.https://www.wisilife.com/2023/07/what-is-supermoon.html
5.https://bengali.abplive.com/…/full-moon-july-2023-what…
6.https://eisamay.com/…/first…/articleshow/102300675.cms
????Content credit :
Written by:
Kakon Saha
General Member, CUSS
Team : Pterosaurs
Institute of Marine Sciences, CU
Session : 2018-19
????️ Poster Credit :
Abdul Muhaimen Jamil Washi
General Secretary, CUSS
Department Of Fisheries
Session : 2018-19