বিশ্ব অটিজম সচেতনতা দিবস
2️⃣ আজ ২রা এপ্রিল, প্রতি বছর এই দিনটি বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে । এটি আর্ন্তজাতিকভাবে (জাতিসংঘ) স্বীকৃত একটি দিবস । এ দিনটি পালন করার মূল লক্ষ্য হলো , সারা বিশ্বের মানুষের মাঝে অটিজম সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টি যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে আসছে ।
প্রায়শ আমাদের বন্ধু-বান্ধবেরা কোনো কিছুতে ভুল করে থাকলে আমরা মজা করে তাকে অটিস্টিক বলে সম্বোধন করে থাকি । অটিজম বলতে আসলে কি আমরা মানুষের এই সামান্য অজ্ঞতাকেই বুঝি ? আসলে না, অটিজম বিষয়টি পুরোপুরি আলাদা ।
❓ তাহলে অটিজম মূলত কী?
অটিজম হলো একটি জটিল নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার । অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) এমন একটি অবস্থা যা মানুষের মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে এবং ব্যাহত করে । এই ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তিরা এমন জিনিসগুলোর সাথে লড়াই করে যা আপাতদৃষ্টিতে অন্য মানুষদের চোখে স্বাভাবিক । এর মধ্যে বিশেষত রয়েছে অনান্য লোকেদের সাথে যোগাযোগ করা, সামাজিক মিথস্ক্রিয়াতে অংশগ্রহণ করা, দৈনন্দিন কাজ করা সহ অনেক বিষয়ে তাদের অসুবিধা হয় । পুনরাবৃত্তিমূলক আচরণ বা নির্দিষ্ট বিষয়ে তীব্র আগ্রহ থাকতে পারে অটিজম আক্রান্ত ব্যক্তির মধ্যে । এছাড়াও নতুন জিনিস শেখার ক্ষেত্রেও এদের মধ্যে সমস্যা দেখা দেয় ।
অটিজম বিষয়টি নিয়ে অনেকের মাঝেই কোনো স্বচ্ছ ধারণা নেই । একারণেই অনেক মা বাবা তাদের শিশু অটিজমে আক্রান্ত জানলে মনের দুঃখে ভেঙে পড়েন । কিন্তু এটি প্রথমে ধরা পড়লে এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে তাদের জন্য স্বাভাবিক জীবন যাপন করা অসম্ভব কিছু নয় । অথচ, দেখা গিয়েছে, এদের বুদ্ধি অনেক বেশি এবং প্রচলিত পড়াশোনার পাশাপাশি এদের বিশেষ কিছু দক্ষতা থাকে ।
অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড খ্যাত ল্যুই ক্যারল, শিশু সাহ্যিতিক হ্যান্স অ্যান্ডারসন, চার্লস ডারউইন, অ্যালবার্ট আইনস্টাইন, মোৎসার্ট, স্টিভ জবস, মাইকেল অ্যাঞ্জেলো সহ অনেক সফল মানুষই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়েও খ্যাতির সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন । এছাড়াও, আমাদের আশে পাশে অনেকেই রয়েছেন যারা এই ডিসঅর্ডার নিয়েও দিব্যি স্বাভাবিক ।
অথচ , সচেতনতার অভাবে এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার চিনতেই পারেন না অভিভাবকরা । তাই এ রোগ সম্পর্কে আরো বেশি করে প্রচার ও জনসচেতনতা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউ এইচও) এর গবেষণা মতে, প্রতি ১৬০ জন শিশুর মধ্যে একজনের অটিজম রয়েছে। গবেষণায় আরও দেখা গিয়েছে যে, মেয়েদের তুলনায় ছেলেদের অটিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় ৪ গুণ বেশী । অটিজম পুরোপুরি নিরাময়যোগ্য ব্যাধি নয় কিন্তু প্রাথমিক রোগ নির্ণয় এবং হস্তক্ষেপ দ্বারা অটিজম আক্রান্ত ব্যক্তিদের জীবনমানের উন্নতি করা সম্ভব ।
প্রেক্ষাপট ও তাৎপর্য:
২০০৭ সালের ১ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ প্রস্তাবটি পাস হয়েছিল যা ৬২/১৯৯ ধারা অনুযায়ী মনোনয়ন লাভ করে এবং এ প্রস্তাবটি গৃহীত হয়েছিল একই বছরের ১৮ ডিসেম্বর । এটি প্রস্তাব করেছিলেন জাতিসংঘে অর্ন্তভুক্ত কাতারের প্রতিনিধিবৃন্দরা । যাদের মধ্যে ছিলেন, প্রিন্সেস শিখা মোজাহ বিনতে নাসের আল-মিসনদ এবং তার স্বামী, কাতার রাজ্যের আমির শেখ হামেদ বিন খলিফা আল-থানি । তাদের এ প্রস্তাবকে সকল সদস্যরাষ্ট্র সমর্থন জানায় ।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই প্রস্তাবনাটি বিনা ভোটে পাশ ও গৃহীত হয় । মূলত জাতিসংঘের মানবাধিকার উন্নয়নের একটি পদক্ষেপ হিসেবে এটি গ্রহনযোগ্যতা লাভ করে ।
অটিজমের প্রাথমিক লক্ষণঃ
এ ব্যাধিটি বিভিন্ন শিশুতে বিভিন্ন রকম প্রভাব ফেলে । আমাদের প্রাথমিক জ্ঞান অনুসারে, শিশুদের বৃদ্ধি ও বিকাশের একাধিক স্তর থাকে । তাদের দৈহিক বৃদ্ধি ও বিকাশের সাথে সামাজিক বৃদ্ধিও একটি স্তর । এ সময়টায় শিশু মাকে দেখে হাসে, কোনো কিছুর দিকে আকারে বা ইঙ্গিতে প্রকাশ করে । সমাজে চলতে শেখার শুরুর প্রক্রিয়াটি সঠিক ও সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়াও অটিজমের একটি লক্ষণ । কারও সঙ্গে মিশতে না চাওয়া , অনেক খেলনার মাঝে একটি খেলনা নিয়ে খেলাধুলা করা , নতুন কিছু শিখতে আগ্রহ না দেখানো, নাম ধরে ডাকলে সারা না দেওয়া বা একটানা আপন মনে থাকার মতো লক্ষণ এ রোগের প্রাথমিক উপসর্গ ।
অটিজমে আক্রান্ত হওয়ার কারনঃ
সদ্যজাত অবস্থা থেকেই এ রোগের লক্ষণগুলো প্রকাশিত হতে পারে । অভিভাবকদের উচিত, তাদের শিশুদের স্কুলে যাওয়ার বয়সের আগেই লক্ষণগুলো পরীক্ষা করা । এ কারণেই, আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ১৬-২৪ মাস বয়সি শিশুদের বিশেষভাবে পরীক্ষা করার পরামর্শ দিচ্ছে । প্রাথমিক ভাবে এ পরীক্ষাটি অভিভাবকগণ বাড়িতে নিজেরা করতে পারেন । বয়স অনুযায়ী, তাদের শিশুদের ব্যবহার বা আচরণে অসামঞ্জস্য চোখে পড়লে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন ।
এছাড়াও বেশী বয়সে সন্তান নিলে, অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যালকোহল বা অ্যান্টি-সিজার জাতীয় ওষুধ খেলে অটিজমে আক্রান্ত শিশু জন্মানোর ঝুঁকি থাকে ।
প্রতিকারঃ
যদিও এ রোগটি পূরোপুরি অনিরাময়যোগ্য, এরপরেও চিকিৎসা ও রোগীভেদে প্রয়োজনীয় ওষুধ ছাড়াও আচরণ ও যোগাযোগ ভিত্তিক বিভিন্ন থেরাপি, দৃশ্য – শ্রব্য মাধ্যমের ব্যবহার ও সৃজনশীল নানা অভ্যাসের অনুশীলনের মাধ্যমে এ রোগের চিকিৎসা করা হয়ে থাকে । তবে প্রাথমিক অবস্থায় অটিজম ধরা পড়লে আক্রান্ত শিশুর বৃদ্ধি ও বিকাশ সহজতর হতে পারে । তাই অটিজমের কোনো উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ।
বিশ্ব অটিজম দিবসের গুরুত্বঃ
অটিজম সচেতনতা দিবসে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জগুলি এবং সেই সাথে তারা বিশ্বের কাছে যে অনন্য শক্তি ও দৃষ্টিভঙ্গি নিয়ে আসে সে সম্পর্কে অন্যদের জানার একটি সুযোগ প্রদান করে । অন্তর্ভুক্তি প্রচারের মাধ্যমে, আমরা একটি আরো গ্রহনযোগ্য সমাজ তৈরি করতে পারি যেখানে অটিজমে আক্রান্ত ব্যাক্তিরা পুরোপুরিভাবে অংশগ্রহণ করতে পারে এবং তাদের সম্ভাবনায় পৌছাতে পারে ।
অনেক সংস্থা এবং এডভোকেসি গ্রুপ সচেতনতা বাড়াতে অটিজম সচেতনতা দিবসে বিভিন্ন ইভেন্ট এবং কার্যক্রম পরিচালনা করে । ইভেন্টগুলোর মধ্যে পদচারণা, তহবিল সংগ্রহ এবং শিক্ষামূলক কর্মসূচি অন্তর্ভূক্ত ।
#AutismAwarenessDay এবং #LightItUpBlue এর মতো হ্যাশট্যাগগুলি ASD এ আক্রান্ত ব্যক্তিদের জন্য সচেতনতা বৃদ্ধি এবং সমর্থন ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিও দিন দিন গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠছে ।
উপসংহারে, এটাই বলার যে, অটিজম সচেতনতা দিবসে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে এবং অটিজম আক্রান্ত ব্যক্তিদের বোঝার ও গ্রহনযোগ্যতা প্রচার করার একটি অভিনব সুযোগ। সচেতনতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তি প্রচারের মাধ্যমে , আমরা অটিজম আক্রান্তদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরী করতে এগিয়ে আসতে পারি । আসুন আমরা এমন একটি বিশ্ব তৈরী করতে একসাথে কাজ করি, যা সমস্ত ব্যক্তির অনন্য শক্তি এবং দৃষ্টিভঙ্গি উদযাপন করে এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করবে ।
#cuss
#autismawareness
References :
1.https://www.un.org/en/observances/autism-day/background
2.https://www.internationaldays.org/april/world-autism-awareness-day
3.https://hbr.org/2022/04/your-autism-awareness-day-might-be-excluding-autistic-people
4.https://www.whitehouse.gov/briefing-room/presidential-actions/2023/03/31/a-proclamation-on-world-autism-awareness-day-2023/
5.https://www.algonquincollege.com/cal/world-autism-awareness-day/
6.https://www.daysoftheyear.com/days/world-autism-day/
Content Credit :
✏️Written By :
Rezanur Rahman Hridoy
Assistant Communication Secretary
Institute of Marine Sciences
Session : 2019-20
Poster Credit :
Rayan Tanzim
Institute of Forestry and Environmental Sciences
Session : 2020-21