বিশ্ব গরিলা দিবস
মানুষের সাথে প্রায় ৯৮% জেনেটিক্যালি মিল রয়েছে এমন একটা প্রাণী হলো গরিলা। আর আজ 24 সেপ্টেম্বর “partnerships for wildlife conservation” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ৬ষ্ঠ ‘বিশ্ব গরিলা দিবস’।
গরিলা নামটি প্রথম গ্রহণ করেছিলেন মার্কিন চিকিৎসক Thomas Staughton এবং প্রকৃতিবিদ Wyman গ্রিক শব্দ Gorillai থেকে যার অর্থ ছিল ‘লোমশ নারীর গোত্র’। মানুষের ডিএনএর সাথে এদের ডিএনএ-র ৯৫-৯৯% মিল থাকায় গরিলাকে মানুষের নিকট আত্মীয়ও বলা হয়।
গরিলার প্রাপ্তিস্থল :
এদের ১০৬৩ ধরনের প্রজাতির অস্তিত্ব রয়েছে।পাহাড়ি বন থেকে জলাভূমি সবখানেই এদের বসবাস।মূলত কঙ্গো নদী দ্বারা বিভক্ত পূর্ব ও পশ্চিম রিজিওনে এদের বসবাস।সমুদ্রপৃষ্ঠ প্রায় ১৩০০০ ফুট ওপরেও এরা বসবাস করতে পারে।
গরিলার বিচিত্র জীবনযাত্রা :
প্রায় ৬ ফুট উচ্চতা ও ১৫০-২০০ কেজি ওজনের সটান দেহের অধিকারী গরিলা খাদ্য হিসেবে গাছের পাতা, ফল, কচি বাঁশ, কীটপতঙ্গ, সরীসৃপ শ্রেণীর ছোট ছোট প্রাণী গ্রহন করে। তবে মজার বিষয় হলো খাদ্য গ্রহণের সময় বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কোনো গাছেরই সকল পাতা খেয়ে শেষ করে গাছটিকে মৃত্যুর মুখে ঠেলে দেয় না।
কিছু অজানা তথ্য :
➡️সেন্ট্রাল আফ্রিকায় গরিলা গুলো তাদের নিজেদের মত দুটি আলাদা গ্রুপে ভাগ হয়ে চলাফেরা করে যাকে আইসোলেটেড গ্রুপিং বলা হয়।
➡️ রাতের বেলায় এরা নিজেদের বাসা বাড়িতে একত্রে ঘুমায় থাকে। মানুষের মত এরাও নিজের বাচ্চাদের আদর করে এবং পরিচর্চা করে থাকে।
➡️ মানুষের মতো এরাও সপরিবারে পুরুষ সমাজে বা নারীকেন্দ্রীক সমাজে বাস করে থাকে। বন্য পরিবেশে এরা ৪০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে।
➡️ গরিলারা সৈন্য নামক দলে বাস করে যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ বা সিলভারব্যাক, একাধিক প্রাপ্তবয়স্ক মহিলা এবং তাদের সন্তানদের নিয়ে থাকে।
‼️বিলুপ্তির পথে গরিলা
আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা আইইউসিএন বলছে, বনাঞ্চল উজাড় আর ব্যাপক হারে পশু শিকারের ফলে গরিলার মতো স্তন্যপায়ী প্রাণী বা প্রাইমেট এখন বিলুপ্তপ্রায়।এছাড়াও গত শতাব্দীর শেষে ইবোলা
জ্বরের ধ্বংসাত্মক প্রভাবে প্রায় 30% গরিলা মারা গিয়েছিল।
ক্যামেরুনে অবশ্য নদী গরিলা সংরক্ষণের জন্য একটি জাতীয় উদ্যানের আয়োজন করা হয়েছে যেখানে শতাধিক প্রাণী বাস করতে পারে।এছাড়া আন্তর্জাতিক সংস্থা এবং যে দেশগুলিতে গরিলা বাস করে তাদের প্রচুর প্রচেষ্টা করতে হবে বিলুপ্তপ্রায় বুদ্ধিমান প্রাণীটির জীবনযাত্রা বাচাতে।
. References :
1.https://gorillafund.org/…/other-ways…/world-gorilla-day/
2.https://www.britannica.com/animal/Gorilla-primate-genus
3.http://onushilon.org/bio…/zoology/mamal/gorila/gorilla.htm
4.https://poshupakhi.com/archives/3553
Content Credit :
Written by :
Mohammad Shariful Islam
General member, CUSS
Team : Supernova
Department of Zoology
Session :2019-20
Poster Credit :
Abidul Moula Khan
IT Executive
Department Of Physics
Session : 2019-20
Tag:cuss