বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৩

COVID-19 সংকট থেকে পুনরুদ্ধার আমাদেরকে বুঝিয়ে দেয় ভবিষ্যতে স্বাস্থ্যসেবার প্রয়োজন মেটাতে ফার্মাসিস্টদের ভূমিকা কতটা জরুরি! বিশ্ব ফার্মাসিস্ট দিবসের ক্যাম্পেইন স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের ভূমিকা, দায়িত্ব ও গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর সুযোগ দেয় এবং সেইসাথে স্বাস্থ্যসেবা সম্পর্কিত সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তা উপস্থাপনের সুযোগ তৈরি করে দেয়। COVID-19 স্বাস্থ্য ব্যবস্থা সমর্থনে ফার্মেসি পেশার সক্ষমতা অনস্বীকার্য, যা এখন প্রমাণিত।




নিঃসন্দেহে, একটি নিরাপদ সাপ্লাই চেইন এবং ওষুধের যথাযথ ব্যবহারের জন্য ফার্মেসি পেশা তথা ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য। সরকার কর্তৃক এই খাতে তহবিল বাড়ানো এবং উন্নত পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি, এমনকি FIP এর আহ্বান।








Sifatul Islam Mizan
Communication Secretary
Department of Pharmacy
Session : 2018-19

K.M. Shifat Shahrin Shawccho
Assistant Publication and Publicity Secretary
Department Of Physics
Session : 2018-19
Tag:cuss