বিশ্ব রেডিওগ্রাফি দিবস ২০২৩
“বিশ্ব রেডিওগ্রাফি দিবস ২০২৩”।
8️⃣ ২০০৭ সালের ৮ই নভেম্বর থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে “বিশ্ব রেডিওগ্রাফি দিবস”। তারই ধারাবাহিকতায় সারাবিশ্বে পালিত হবে এই দিবসটি। এই দিবসটির ইতিহাস এবং তাৎপর্যের আগে চলুন জেনে আসা যাক, রেডিওগ্রাফি কি?
রেডিওগ্রাফি:
রেডিওগ্রাফি হল একটি ইমেজিং কৌশল যা এক্স-রে, গামা রশ্মি বা তাদের অনুরূপ আয়নাইজিং বিকিরণ এবং নন-আয়নাইজিং বিকিরণ ব্যবহার করে বস্তুর অভ্যন্তরীণ রূপ দেখতে পায়। রেডিওগ্রাফির প্রয়োগের মধ্যে রয়েছে মেডিকেল রেডিওগ্রাফি এবং ইন্ডাস্ট্রিয়াল রেডিওগ্রাফি।
রেডিওগ্রাফিক রশ্মির আবিষ্কার:
উইলহাম কনরাড রন্টজেন ১৮৯৫ সালে তার পরীক্ষাগারে ক্যাথোড-রে টিউবের সাথে কাজ করার সময় টিউবেত কাছে একটি টেবিলের একটি স্ফটিক থেকে ফ্লুরোসেন্ট আভা লক্ষ্য করেন। রন্টজেন টিউবকে কালো একটি কাগজ দিয়ে আবৃত করে ফেলেন টিউবে থেকে কয়েকফুট দূরে অবস্থিত কোনো একটি উপাদান দ্বারা সবুজ রঙের ফ্লুরোসেন্ট আলো আবিষ্কার করেন। তিনি এইটা আবিষ্কার করেন যে এই আলো যেকোনো ধরণের শক্ত মোটা কাগজকে ভেদ করে যেতে পারে, তাছাড়া রন্টজেন আবিষ্কার করেন যে এই আলোক রশ্মি মানবদেহের টিস্যুকেও ভেদ করতে পারে কিন্তু হাড় কিংবা কোনো ধাতব পদার্থকে ভেদ করতে পারেনা।তিনি এই রশ্মি দিয়ে তার স্ত্রীর হাতে পরীক্ষা করে একটি রেডিওগ্রাফ বের করেন। এভাবেই আবিষ্কৃত হয় রেডিওগ্রাফি পদ্ধতি। বিজ্ঞানী রন্টজেন জানতেন না যে এই আলোক রশ্মির নাম কি তাই এটিকে তিনি X-ray নামে আখ্যায়িত করেন। পরবর্তীতে সমসাময়িক অনেক বিজ্ঞানী এই ক্যাথোড টিউব নিয়ে বিশদ গবেষণা করেন। ১৮৯৬ সালে ফ্রেঞ্চ বিজ্ঞানী হেনরি বেকরেল ন্যাচারাল রেডিওএক্টিভিটি আবিষ্কার করেন। এসব রেডিয়েশনের গুরুত্ব বর্তমানে সবচেয়ে বেশি কার্যকর চিকিৎসাবিজ্ঞানে ইমেজিং পদ্ধতিতে। রেডিগ্রাফির মাধ্যমে মানবদেহের অভ্যন্তরীণ ড্যামেজের রেডিওগ্রাফ পাওয়া এখন খুবই সহজ। রেডিওগ্রাফের মাধ্যমে সঠিক সমস্যা বের করে উপযুক্ত চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা বিজ্ঞানের এক বড় মাইলফলক হলো এই রেডিওগ্রাফি।
জার্মান বিজ্ঞানী উইলহেম কনরাড রন্টজেনের এক্স-রেডিয়েশন বা এক্স-রে আবিষ্কারের প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ৮ ই নভেম্বর পালিত হয়ে থাকে বিশ্ব রেডিওগ্রাফি দিবস। এই কৃতিত্বের জন্য, তিনি 1901 সালে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। এই বছর, আমরা ৮ নভেম্বর ১২ তম আন্তর্জাতিক রেডিওলজি দিবস উদযাপন করছি এবং এটি সারা বিশ্বের সমস্ত মেডিকেল ইমেজিং পেশাদারদের দ্বারা পালন করা হবে। ২০১২ সালে প্রথম ইউরোপীয় রেডিওলজি সোসাইটি (ইএসআর), রেডিওলজিক্যাল সোসাইটি অব উত্তর আমেরিকা (আরএসএনএ) এবং আমেরিকান রেডিওলজি কলেজ (এসিআর) যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন শুরু হয়।সময়ের ব্যবধানে তাদের সঙ্গে যুক্ত হয় সারা পৃথিবীর রেডিওলজিক্যাল সকল সোসাইটি। আর এভাবেই প্রতি বছর ৮ই নভেম্বর বিশ্বব্যাপী দিবসটি উদযাপন করে আসছে আন্তর্জাতিক সকল সোসাইটি।
বাংলাদেশে “বিশ্ব রেডিওগ্রাফি দিবস উদ্যাপন”:
প্রতিবারের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ২০১২ সাল দিবসটি পালিত হয়ে আসলেও বাংলাদেশে ২০১৫ সাল থেকে এর যাত্রা শুরু হয়।
References :
1.https://tryengineering.org/bn/news/lets-celebrate-world-radiography-day-november-8/
2.https://nationaltoday.com/world-radiography-day/
3. https://medivoicebd.com/article/21628
Content Credit :
✏️ Written By :
Efrin Anowar
General Member of CUSS
Team: Odyssey
Department Of Zoology
Session : 2019-20
Poster Credit :
Sazzadul Islam
General Member,CUSS
Team : Up to Atom
Department Of Physics
Session : 2019-20