বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস
????বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস
????️ হাইড্রোগ্রাফি হল বিজ্ঞানের একটি শাখা যেখানে জলভাগের বৈশিষ্ট্য বর্ণনা ও পরিমাপ করা হয়। ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন (IHO) ও তার ৯৮ টি সদস্য দেশ (বাংলাদেশ ৭০ তম) একুশে জুন দিনটি উদযাপন করে আসছে। যার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে নিরাপদ নৌ চলাচলে সচেতনতা। তাছাড়াও সামুদ্রিক বিভিন্ন কার্যকলাপ যেমন: পরিবেশ রক্ষা, অর্থনৈতিক, প্রতিরক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, পর্যটন ইত্যাদি লক্ষ্য রাখা হয়। এরই ধারাবাহিকতায় এবারও দিবসটি উদযাপিত হচ্ছে!
হাইড্রোগ্রাফি দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হলোঃ “Hydrography- underpinning the digital twin of the ocean.”
???? সামুদ্রিক পরিবহনকে আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদন্ড ধরা হয়। বিশ্বের ৮০ শতাংশেরও বেশি পণ্য সমুদ্রপথে বহন করা হয়। তবে অনেক দেশের উন্নত বন্দর না থাকার কারণে ও অবকাঠামোগত অবস্থানের কারণে অর্থনৈতিক উন্নয়নে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়।
???? টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জাতিসংঘের সমুদ্র দশক (২০২১-২০৩০) নিয়ে যে পরিকল্পনা তাতে সচেতন হতে হবে। সামুদ্রিক প্রকৃতিকে সুরক্ষিত এবং পুনরুদ্ধার করতে ২০৩০ সালের মধ্যে গভীর সমুদ্রে ৩০% অঞ্চল সংরক্ষণ করতে হবে। যা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে অর্ধেক পৃথিবীর তলিয়ে যাওয়ার রোধে অত্যাবশ্যকীয় পদক্ষেপ।
????️ সমুদ্রের জীববৈচিত্র রক্ষায় অতিরিক্ত মাছধরা, জাহাজ চলাচল এবং বিভিন্ন ধরনের অভিযান ও খননে নিয়ন্ত্রণ আনা প্রয়োজন।
এখন পর্যন্ত সমুদ্রে প্রায় ২ লক্ষ ৩০ হাজার প্রজাতির জীবের রেকর্ড রয়েছে। তবে অনুমান করা হয় প্রকৃত সংখ্যাটি ২০ লক্ষেরও বেশি।
???? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের (আইইউসিএন) সর্বশেষ মূল্যায়ন অনুসারে, বৈশ্বিক সামুদ্রিক প্রজাতির প্রায় ১০% বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। তাই ৭১.১১% জলভাগের জ্ঞান আহরণই এখন মুখ্য হয়ে উঠেছে।
????References :
1.https://www.aninews.in/…/world-hydrography-day…/….
2.https://iho.int/en/world-hydrography-day
3.https://www.alokitobangladesh.com/…/%E0%A6%AC%E0%A6%BF…
4.https://banglanews24.com/daily…/news/bd/938865.details
???? Content Credit :
✏️ Written By :
Md Ozaer Hossain
Faculty Moderator
Institute of Marine Sciences
Session : 2020-21
????️ Poster Credit :
Abidul Moula Khan
IT Executive
Department Of Physics
Session : 2019-20
Tag:cuss