বিশ্ব হাতি দিবস
আপনাকে যদি জিজ্ঞেস করা হয়,পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণীর নাম কি? তাহলে যে প্রাণীর কথা মাথায় আসে তা হলো হাতি।
হ্যাঁ, ঠিক ধরেছেন।পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী হলো হাতি ।
আজ “বিশ্ব হাতি দিবস”। ২০১১ সালে এলিফ্যান্ট রিইনট্রোডাকশন ফাউন্ডেশন এবং চলচ্চিত্র নির্মাতা প্যাট্রিসিয়া সিমস এবং মাইকেল ক্লার্কের উদ্যোগে ২০১২ সালের ১২ই আগস্ট প্রথম আন্তর্জাতিক হাতি দিবস পালিত হয়েছিল। বিশ্ব হাতি দিবসের মূল লক্ষ্য হল বন্দী হাতিদের উন্নত চিকিৎসা এবং তাদের অবৈধ চোরাচালান ও হাতির দাঁতের ব্যবসার বিরুদ্ধে মানুষকে সচেতন করা।
হাতি প্রোবোসিডিয়া(Proboscidea) বর্গের একমাত্র জীবিত প্রাণী।পুরুষ হাতি গড়ে প্রায় ৩ মিটার পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন প্রায় ৬ টন হয়ে থাকে। পুরুষ হাতি কেবল ৩৫-৪০ বছর বয়সে তাদের পূর্ণ আকারে পৌঁছায়। বন্য হাতিগুলি ৬০-৭০ বছর পর্যন্ত বাঁচতে পারে।
হাতির তিনটি প্রজাতি: একটি আফ্রিকান (লক্সোডন্টা আফ্রিকানা, লক্সডন্টা সাইক্লোটিস) ও এশিয়ান (এলিফাস ম্যাক্সিমাস)।
আফ্রিকান ঝাড় হাতি স্থলজ প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় আর বন হাতি হল তৃতীয় সবচেয়ে বড় প্রাণী। তাদের মোটা শরীরের তলায় স্তম্ভের মত পা আছে। আফ্রিকান হাতির উপরের ঠোঁট আর নাক জুড়েই শুঁড় হয়। শুঁড় এক হাতের মত কাজ করে, ধ্বনি বাড়ায়, আর স্পর্শ করতে সাহায্য করে। আফ্রিকান হাতির শুঁড়ে দুটি ঠোঁট থাকে। ঝাড় হাতির পুরুষের উচ্চতা ৩.২-৪.০ মিটার আর ওজন ৪৭০০-৬০৪৮ কেজি।
এশীয়াটিক হাতি (Elephas maximus) এলিফাস গণের অন্তর্গত একমাত্র জীবিত প্রজাতি। এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত। পূর্বে ভারত থেকে পশ্চিমে বোর্নিও পর্যন্ত এদের দেখা মেলে। এশিয়ার ভূচর প্রাণীদের মধ্যে এশীয় হাতি বৃহত্তম।এশিয়ান হাতি আফ্রিকান হাতির থেকে কম ভারী।এদের সর্বোচ্চ ওজন এগারো হাজার পাউন্ড (৫হাজার ২০০কেজি)।গড় ওজন আট হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড(৪হাজার ২০০গ্রাম)।এর দৈর্ঘ্য ১৯.৫ফুট।
বৃহত্তর থেকে ক্ষুদ্রতর সব প্রাণী নিয়েই জীববৈচিত্র্য।পৃথিবীকে সজীব সতেজ রাখতে সব প্রাণীই ভূমিকা রেখে চলছে। পৃথিবীর বৃহত্তম প্রাণী হাতি এক সপ্তাহে প্রায় ১টন প্রথম শ্রেণির জৈব সার উৎপাদন করে। বীজের অঙ্কুরোদগমে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।গ্রীষ্মমন্ডলীয় বনের ৭৫ থেকে ৯৫ শতাংশ গাছের বীজই ছড়িয়ে পড়ে পশুপাখির সাহায্যে।আর এতে প্রধান ভূমিকা রাখে হাতি।প্রকৃতিতে হাতির ভূমিকার জন্য পরিবেশবিদরা হাতিকে বনের মেগা গার্ডেনার হিসেবে অভিহিত করেন।
হাতি দিবসে কেমন আছে হাতিগুলো:
হাতির দাঁতের ব্যবসা আর চোরাচালানিদের হাতি শিকার এর কারণে হাতি এখন বিলুপ্তপ্রায়।পর্যাপ্ত খাদ্যের অভাব আর নিরাপদ অভয়ারণ্যের অভাবের কারণে হাতির সংখ্যা কমছে।
জীববৈচিত্র্য রক্ষায় প্রকৃতির স্বার্থে হাতি বাঁচাতে হলে প্রয়োজন নিরাপদ অভয়ারণ্য নিশ্চিত করা। হাতি শিকার দমনে কর্তৃপক্ষের উচিত যথাযথ উদ্যোগ গ্রহণ করা।নয়তো অচিরেই বিলুপ্ত হয়ে যাবে প্রকৃতির এই মেগা গার্ডেনার।
Reference :
1.https://bangla.bdnews24.com/…/environment…
2.https://m.dailyinqilab.com/…/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6…
3.https://www.risingbd.com/amp/news/469383.
???? Content Credit :
Written by :
Nadiya Nawar
General Member of CUSS
Team : Oddyssy
Institute of Forestry and Environmental Sciences
Session : 2020-2021.
Poster Credit :
Sazzad Ahmed Bhuyian
General Member of CUSS
Team : Diplodocus
Institute Of Marine Sciences
Session : 2018-19
Tag:cuss