মহান বিজ্ঞানী অ্যান্টনি ফিলিপস্ ভন লিউয়েন হুক এর ৩৯১তম জন্মবার্ষিকী
2️⃣4️⃣আজ ২৪শে অক্টোবর, ২০২৩; মহান বিজ্ঞানী অ্যান্টনি ফিলিপস্ ভন লিউয়েন হুক এর ৩৯১তম জন্মবার্ষিকী।
✨বিশ্বখ্যাত অ্যান্টনি ভন লিউয়েনহুক ছিলেন পেশায় একজন ডাচ টেক্সটাইল ব্যবসায়ী, কিন্তু তিনি নিজের পরিশ্রম ও কাজের দ্বারা পরবর্তীতে নিজেকে মাইক্রোবায়োলজির অগ্রদূত হিসেবে প্রমাণ করেছেন। এই ওলন্দাজ বিজ্ঞানী সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করে বিশ্ববাসীকে অবাক করে দেয়। সেই সাথে তিনি ব্যাকটেরিয়া, স্নায়ুকোষ, ভলভক্স, হাইড্রা, পতঙ্গের পুঞ্জাক্ষী, রক্তকণিকা সহ আরো অনেক ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক বর্ণনার মাধ্যমে সঠিক ধারণা দিয়ে গেছেন।
এই মহান অণুজীববিজ্ঞানী ১৬৩২ সালের ২৪শে অক্টোবর নেদারল্যান্ডসের ডেলফ্টট শহরে জন্মগ্রহণ করেন। অ্যান্টনির মাত্র পাঁচ বছর বয়স তাঁর বাবা মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাঁর চাচা তাঁর প্রাথমিক শিক্ষার্জনে অনেক সাহায্য করেছিলেন, যিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। লিউয়েনহুক ডাচ ভাষার পাশাপাশি ল্যাটিন ভাষায়ও লিখতে শিখেন। তিনি তাঁর কিশোর বয়সে একটি লিনেন ড্রপারের দোকানে কাজ করতেন। সেখানেই তার টেক্সটাইল ব্যবসার হাতেখড়ি। দোকানে তিনি সুতা গণনা এবং সুতা ও কাপড়ে গুণগত মান যাচাইয়ের জন্য ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করতেন, যা থেকে পরবর্তীতে তার মননে অণুবীক্ষণযন্ত্র আবিষ্কারের চেতনা আসে।
অ্যান্টনি ভন লিউয়েনহুক ১৬৫৪ সালের জুলাই মাসে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁর স্ত্রীর নাম বারবারা ডি মে। পরবর্তীতে, তাঁদের পাঁচজন সন্তান-সন্তুতি হয়। কিন্তু দুঃখজনকভাবে, একটি কন্যাসন্তান ছাড়া আর কেউই বেঁচে ছিলো না। তাঁর কন্যার নাম ছিলো মারিয়া। পরবর্তীতে ১৬৬৬ সালে তাঁর স্ত্রীও মৃত্যুবরণ করেন। তাঁর প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ বছর পর ১৬৭১ সালে লিউয়েনহুক কর্নেলিয়া সোয়ালমিয়াসের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ১৬৯৪ সালে তাঁর দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর আগ পর্যন্ত তাঁরা একসাথেই ছিলেন।
অ্যান্টনি ভন লিউয়েনহুক তাঁর জীবনকালে বিজ্ঞানের দুনিয়ায় এক বিশেষ অবদান রেখে গেছেন, যা বিশ্ববাসীর কাছে তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে। তাঁর আবিষ্কার ও গবেষণাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. অপটিক্যাল লেন্স ও মাইক্রোস্কোপ আবিষ্কার ।
২. পতঙ্গের চক্ষু সরল চোখের ন্যায় নয়, তা পুঞ্জীভূত; অর্থাৎ, পুঞ্জাক্ষি।
৩. রক্তজালিকার উপস্থিতি।
৪. রক্তরসে রক্তকণিকার উপস্থিতি।
৫. সর্বপ্রথম ব্যাকটেরিয়া, এককোষী শৈবাল, স্পার্মাটোজোয়া, অণুবীক্ষণিক ক্রাস্টাসিয়ান ও সিলিয়েট আবিষ্কার।
৬. লার্ভা ও মাছিদের জীবনচক্র পর্যবেক্ষণ।
৭. পেশিতে স্ট্রাইয়েশন, উদ্ভিদের সূক্ষ্ম গঠন ও এফিডের পার্থেনোজেনেসিস নিয়ে পর্যবেক্ষণ।
৮. মাইক্রোস্কোপ দিয়ে প্রথম জীবাণুর উপস্থিতি নির্ণয়(১৬৭৩)।
৯. অণুজীবের অবাতবৃদ্ধি(১৬৮০ সাল)।
১০. কফি বিন নিয়ে গবেষণামূলক রিপোর্ট প্রদান(১৬৮৭)।
১১. অ্যান্টনি ভন লিউয়েনহুক এর সম্পর্কে একটি বিশেষ তথ্য হলো, তিনি ছিলেন বিশ্বব্যাপি বিজ্ঞানীদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি যিনি নিজের শরীরের উপর বিজ্ঞানভিত্তিক পরীক্ষা নিরিক্ষা চালিয়েছেন।
⚰️১৭২৩ সালের আগস্ট মাসে, নব্বই বছর বয়সে অ্যান্টনি ভন লিউয়েনহুক একটি বিরল অনিয়ন্ত্রিত রোগে তিনি মৃত্যুবরণ করেন। তাকে ওডে কার্কে ডেলফ্টে সমাধিস্থ করা হয়েছিলো। তাঁরই নামানুসারে, পরবর্তীতে তাঁর এই বিরল রোগকে ‘লিউয়েনহুক ডিজিজ’ নামে নামকরণ করা হয়। লিউয়েনহুক এখন মাইক্রোবায়োলজির জনক হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত।
References:
1.https://kidskonnect-com.translate.goog/people/antonie-van-leeuwenhoek/?_x_tr_sl=en&_x_tr_tl=bn&_x_tr_hl=bn&_x_tr_pto=rq#:~:text=Key%20Facts%20%26%20Information-,EARLY%20YEARS,nephew%20get%20a%20good%20education.
2.https://www-britannica-com.translate.goog/biography/Antonie-van-Leeuwenhoek
3.https://microbiologynote.com/bn/biography-of-antonie-van-leeuwenhoek-father-of-microbiology/
4.https://sobbanglay.com/sob/leeuwenhoek/
Content credit :
Written by :
Kakon Saha
General Member, CUSS
Team : Pterosaurs
Institute of Marine Sciences
Session : 2018-19
Poster Credit :
Abidul Moula Khan
IT Executive
Department Of Physics
Session : 2019-20