মাইক্রোসফট এক্সেল (Microsoft Excel)
বিশ্ববিখ্যাত আমেরিকান বহুজাতিক কোম্পানি ও টেক জায়ান্ট মাইক্রোসফট কর্পোরেশন কতৃক উন্নয়নকৃত ও বাজারজাতকৃত একটি স্প্রেডশিট প্রোগ্রাম, যেটার ম্যাকওএস, উইন্ডোজ এবং মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ও এ্যানড্রয়েড সংস্করণ রয়েছে। মাইক্রোসফট এক্সেল আবিস্কার করেন হাঙ্গেরি বংশোদ্ভূত আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও স্পেস টুরিস্ট চার্লস সিমনি।
এক্সেলে হিসাব -নিকাশ, চিত্রায়নের হাতিয়ার, পিভট টেবিল, ম্যাক্রো প্রোগ্রামিং ভাষাসহ বেশ অনেক সুবিধা রয়েছে। গবেষণার রেজাল্ট ফাইন্ডিংস ও ব্যাবসায়ের হিসাব সংরক্ষণের এর ব্যবহারের জুড়ি নেই।
এক্সেল সব প্লাটফর্মে বিস্তৃতভাবে ব্যবহৃত হয়ে আসছে,বিশেষ করে ১৯৯৩ সালে ৫ম সংস্করণ থেকে তৎকালীন ইন্ডাস্ট্রি প্রমানিক লোটাস ১-২-৩ এর জায়গা দখল করে নেয়।সফটওয়্যারটির ব্যবহারকারী ভিত রয়েছে। এক্সেল মাইক্রোসফট অফিস স্যুটের অংশ।
এমএস এক্সেলের প্রয়োজনীয়তাঃ
এমএস এক্সেল এর ব্যবহারঃ
এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল একটি অন্যতম স্প্রেডশিট সফটওয়্যার যা বিভিন্ন উদ্দেশ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তথ্য সংরক্ষণসহ যাচাইকরণে এর জুড়ি নেই।
এটি ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ সুবিধাবলি হলো-
প্রযুক্তি-নির্ভর বর্তমান বিশ্বে এক্সেলের ব্যবহার সর্বত্র। ডিজিটাল মার্কেটিং, ডেটাবেজ ম্যানেজমেন্ট, বিগ ডেটা এনালাইসিস থেকে শুরু করে কোথায় নেই এক্সেলের কাজ! প্রোফেশনাল জগতেও এক্সেলে দক্ষ মানুষের চাহিদা বিপুল।
মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে ডেটা এনালাইসিসের প্রয়োজনীয় কাজগুলো করতে পারব। এটি আমাদের ভবিষ্যৎ কর্মজীবনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তথ্যসূত্র:
1.
Writing & Trivia credit:
Shaiful Alam Farhad
Department of Finance.
Rownak Fiha
Department of Zoology.
Israt Jahan Diya
Department of Biochemistry & Molecular Biology.
Israt Ela
Department of Oceanography.
Md. Rafsan
Department of Marine Science.
Chittagong University