মুহাম্মদ সাকিব সাদ সিদ্দিকীকে ভারতীয় সরকার কর্তৃক ফুল ফান্ডেড Indian Council for Cultural Relation (ICCR) স্কলারশিপ পাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!
চট্টগ্রাম বিশ্ববিদালয় সাইন্টিফিক সোসাইটির ফাউন্ডিং মেম্বার এবং সাবেক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্গানাইজিং সেক্রেটারি মুহাম্মদ সাকিব সাদ সিদ্দিকীকে ভারতীয় সরকার কর্তৃক ফুল ফান্ডেড Indian Council for Cultural Relation (ICCR) স্কলারশিপ পাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!
তিনি ভারতের Punjabi University, Patiala তে Masters Of Physical Education করার জন্য এই স্কলারশিপটি পেয়েছেন।
**তার ব্যাচেলর এর সিজিপিএ : ৩.৫০
**তার অন্যান্য সকল অর্জন :
**ব্যাডমিন্টন ন্যাশনাল লেভেল।
**শতাধিক ম্যারাথন সম্পূর্ণ।
**ভলিবল প্রিমিয়ার লিগ লেভেল।
চট্টগ্রাম বিশ্ববিদালয় সাইন্টিফিক সোসাইটি পরিবার আজ তার এই সাফল্যের জন্য অত্যন্ত আনন্দিত ও গর্বিত!
Tag:cuss