শুভ প্রতিষ্ঠাবার্ষিকী , সিইউএসএস
⚡চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিজ্ঞানভিত্তিক সংগঠন। ২০১৮ সালের ৫ এপ্রিল থেকে শুরু হয় এর পথচলা। হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠনটি আজ পাঁচ বছর সম্পূর্ণ করে পদার্পণ করল তার ষষ্ঠ বছরে। প্রতিষ্ঠাকাল থেকেই অগণিত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীর বিজ্ঞানচিন্তা উন্মোচনে নিবেদিত সংগঠনটি নিজেকে প্রতিষ্ঠা করেছে চিরসবুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে। বিজ্ঞানচর্চার এই মুক্তমঞ্চটি প্রাণোচ্ছল থাকুক বছরের পর বছর।
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী , সিইউএসএস।