এরই মধ্যে শেষ হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির অনলাইন এবং অফলাইন ভিত্তিক রেজিস্ট্রেশন কার্যক্রম।
গত ২রা ফেব্রুয়ারী রাত ১২:০০ ঘটিকায় আমাদের রেজিস্ট্রেশনের সকল কার্যক্রম শেষ হয়েছে। এবারের রেজিস্ট্রেশনের কার্যক্রমের অংশ হিসেবে আমরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে রেজিস্ট্রেশন বুথের ব্যবস্থা করি যেখানে এসে অসংখ্য শিক্ষার্থী অফলাইন ফর্ম পূরণ করেছে। মেম্বার রিক্রুটমেন্টের অগ্রগতিতে আমরা বায়োলজি, মেরিন সায়েন্সেস ও সায়েন্স ফ্যাকাল্টিসহ বিভিন্ন ফ্যাকাল্টিতে আমাদের প্রচার কার্যক্রম চালিয়েছি। এসময় সকল শিক্ষার্থীর আগ্রহ এবং সাড়া দেখে আমাদের সংগঠন অনুরঁজিত। পাশাপাশি অনলাইনেও রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত ছিল । পেইজ এর মাধ্যমে চলেছে রেজিস্ট্রেশনের অনলাইন প্রচারণা। সেখানেও সকলের বিপুল পরিমাণ সাড়া পেয়ে আমরা খুবই আনন্দিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির প্রতি আপনাদের এই ভালোবাসার জন্য CUSS এর পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ! এছাড়াও আমাদের অনুপ্রাণিত করতে আমাদের সংগঠনের অ্যালামনাইদের মধ্যে Md. Miftah Musfique, Dibash Deb, Hossain Mohammad Baezid, Husnum Mamurat, Maisha islam, তৈয়্যবাতুন নূর তানজুম, Israt Haque Zarin বুথে উপস্থিত ছিলেন। আপনাদের এবং রেজিস্ট্রেশনের কাজে যুক্ত সংগঠনের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছেন তারা খুব শীঘ্রই Email এবং SMS এর মাধ্যমে পরবর্তী আপডেট পেয়ে যাবেন।এছাড়াও পরবর্তী আপডেট পেতে চোখ রাখতে পারেন Chittagong University Scientific Society এর ফেসবুক পেইজে।