সিইউএসএস’র নবনির্বাচিত কার্যকরী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর ।
গত ২রা জানুয়ারি ২০২৩ তারিখে ঘোষিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস)’র নবনির্বাচিত কার্যকরী কমিটি। নবগঠিত এই কমিটিকে আজ ১৮ জানুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে দায়িত্ব হস্তান্তর করেন গত বছরের কমিটি মেম্বাররা । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইউএসএস এর সম্মানিত উপদেষ্টামণ্ডলী অধ্যাপক ড. মোঃ আল ফোরকান ও অধ্যাপক ড. লায়লা খালেদা এবং সিইউএসএস ২০২২ কমিটির সদ্য সাবেক সভাপতি হোছাইন মোহাম্মদ বায়েজিদ, সাধারণ সম্পাদক হুমায়রা ফেরদৌসীসহ অন্যান্যরা। সিইউএসএস ২০২৩ নবগঠিত কমিটির সভাপতি মিনহাজুর রহমান শিহাব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলনাহার আক্তার, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জাওয়াদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুহাইমেন জামিল ওয়াসিসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের ফুল দিয়ে এসময় বরণ করে নেন সংগঠনের উপদেষ্টামন্ডলী ও সিইউএসএস ২০২২ কার্যনির্বাহী কমিটি। এতে সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সুসম্পন্ন হয়।
শুভ কামনা সিইউএসএস ২০২৩ কমিটির জন্য। শুভ হোক আগামীর পথচলা!