স্বনামধন্য চার বিজ্ঞানীর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আগামী ১৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির ভিন্নধর্মী আয়োজন!
স্বনামধন্য চার বিজ্ঞানীর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আগামী ১৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির ভিন্নধর্মী আয়োজন!
আসন্ন এই ইভেন্টটিতে থাকছে বিজ্ঞানীদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ও ডিজিটাল ইলাস্ট্রেশন প্রদর্শনী।
এই প্রদর্শনীকে কেন্দ্র করেই শুরু হয়েছে “Biography Summarization & Illustration Creation : In Commemoration of 4 Greatest Scientists” শীর্ষক প্রতিযোগিতা। প্রতিযোগিদের উপস্থাপিত কন্টেন্ট ও ডিজিটাল ইলাস্ট্রেশন হতে বাছাইকৃত অনন্য সৃষ্টিকর্মগুলোই প্রদর্শিত হবে আমাদের এই প্রদর্শনীতে।
আয়োজনে থাকছে দুইটি সেগমেন্ট –
১ম সেগমেন্ট
বিজ্ঞানীদের জীবনবৃত্তান্তকে তথ্যবহুল এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন।
➡️জীবনবৃত্তান্ত বাংলায় উপস্থাপন করতে হবে।
➡️এটি অবশ্যই ২৫০ শব্দসীমার মধ্যে হতে হবে।
➡️ওয়ার্ড/পিডিএফ ফাইল সাবমিট করতে হবে।
২য় সেগমেন্ট
বিজ্ঞানীদের প্রতিচ্ছবি উপস্থাপন (ডিজিটাল ইলাস্ট্রেশন)।
➡️ইলাস্ট্রেশনটি পিএনজি/পিডিএফ ফর্ম্যাটে সাবমিট করতে হবে।
⚠️যে চারজন বিজ্ঞানীর স্মরণে আমাদের এই আয়োজন তারা হলেন-
আলেক্সান্ডার ফ্লেমিং(মৃত্যু- ১৯ মার্চ,১৯৫৫)
আলবার্ট আইনস্টাইন (জন্ম- ১৪ মার্চ, ১৮৭৯)
স্টিফেন হকিং (মৃত্যু- ১৪ মার্চ, ২০১৮)
জামাল নজরুল ইসলাম (মৃত্যু- ১৬ মার্চ, ২০১৫)
⭕যেকোনো একজন/একাধিক বিজ্ঞানীর সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত অথবা ইলাস্ট্রেশন উপস্থাপন করা যাবে।
বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় সব পুরস্কার!
তাই দেরি না করে নিচে প্রদত্ত গুগল ফর্মটি পূরণ করে আপনার অনন্য সৃষ্টিকর্ম পাঠিয়ে দিন আমাদের কাছে।
গুগল ফর্ম লিংকঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScPhijhYpckjo5X0rUlFfYEqpSfnzlRlKhYyZE2wHAkfHc4sQ/viewform?usp=pp_url
⏳কন্টেন্ট ও ডিজিটাল ইলাস্ট্রেশন জমা দেওয়ার সর্বশেষ সময়ঃ ১৫ মার্চ ২০২৩।